ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১

২০২১ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (৫ মার্চ ২০২১) ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই পাওয়া যাবে cadetcollege.army.mil.bd ওয়েবসাইটে অথবা সরাসরি ডাউনলোড (৬ পৃষ্ঠা, pdf) করা যাবে এই লিংক থেকে : https://cadetcollege.army.mil.bd/media/attachments/Written%20Exam%20Result%20Cadet%20College%20Admission-2021/Written_Exam_Result_of_Cadet_College_Admission_test_-_2021.pdf

অথবা, রেজাল্টের কপি ইমেজ ফরমেটে (৬ পৃষ্ঠা) পেতে ক্লিক আমাদের ফেসবুক পেজের এই পোস্ট লিংকে ক্লিক করুন : https://www.facebook.com/EduDaily24/posts/751167945538539

লিখিত পরীক্ষার নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষার সময় প্রার্থীর পিতা-মাতা উভয়কেই উপস্থিত হতে হবে।

মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ : ১৩ মার্চ থেকে ২১ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত।

মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার সময় ও স্থান ৮ মার্চ ২০২১ তারিখে www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ক্যাডেট কলেজ তালিকা :
১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ(১৯৫৮), ফৌজদারহাট, চট্টগ্রাম।
২.মির্জাপুর ক্যাডেট কলেজ(১৯৬৩) টাংগাইল, ঢাকা।
৩.ঝিনাইদহ ক্যাডেট কলেজ (১৯৬৩), ঝিনাইদহ।
৪. রাজশাহী ক্যাডেট কলেজ (১৯৬৫), রাজশাহী।
৫. সিলেট ক্যাডেট কলেজ (১৯৭৮), সিলেট।

৬. রংপুর ক্যাডেট কলেজ, (১৯৭৯) রংপুর।
৭.বরিশাল ক্যাডেট কলেজ (১৯৮১), বরিশাল।
৮.পাবনা ক্যাডেট কলেজ (১৯৮২), পাবনা।
৯.ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (১৯৮৩), ময়মনসিংহ।
১০.কুমিল্লা ক্যাডেট কলেজ (১৯৮৩), কুমিল্লা।
১১. ফেনী গার্লস ক্যাডেট কলেজ (২০০৬), ফেনী।
১২. জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ (২০০৬) জয়পুরহাট

>> ক্যাডেট কলেজের ভর্তি প্রক্রিয়ার খবরাখবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন : https://www.facebook.com/edudaily24

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page