সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২ সার্কুলার – ট্রেড ২

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশ করেছে। এখানে ২টি সার্কুলার দেয়া হয়েছে, একটি ট্রেড-২ (বিশেষ পেশা) ও আরেকটি হচ্ছে সাধারণ ট্রেড। ট্রেড-২ এর নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৪ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশ হয়েছে, এর আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।

এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১ থেকে ১৫ জানুয়ারি ২০২২ (এর আগে শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ নির্ধারিত ছিল)। সব জেলার পুরুষ ও মহিলারা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

সেনাবাহিনী নিয়োগ ২০২২ – ট্রেড-২

বাহিনীর নাম :বাংলাদেশ সেনাবাহিনী
ক্যাটাগরি :সৈনিক ট্রেড-২ (বিশেষ পেশা)
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : এসএসসি / সমমান, জিপিএ ২.৫
SMS ও অনলাইনে আবেদনের সময়সীমা :২৩ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২
আবেদনের ৩য় ধাপে অনলাইনে আবেদনের লিংক : http://sainik.teletalk.com.bd

>>ইত্তেফাক পত্রিকায় ১৪ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি স্পষ্ট দেখতে ক্লিক করুন : https://epaper.ittefaq.com.bd/2022/01/14/images/13_100.jpg?v=1.0.2


সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২১ – সাধারণ ট্রেড

সাধারণ ট্রেডে সৈণিক পদে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১ থেকে ১৫ জানুয়ারি ২০২২ (এর আগে শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ নির্ধারিত ছিল)। সব জেলার পুরুষ ও মহিলারা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বাহিনীর নাম :বাংলাদেশ সেনাবাহিনী
ক্যাটাগরি :ক. সাধারণ ট্রেড (জিডি), BNCC এবং সেনাসন্তান (SS) – পুরুষ ও মহিলা
খ. টেকনিক্যাল ট্রেড
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি / সমমান
SMS ও অনলাইনে আবেদনের সময়সীমা :১ ডিসেম্বর ২০২১ থেকে ১৫ জানুয়ারি ২০২২
আবেদনের ৩য় ধাপে অনলাইনে আবেদনের লিংক : http://sainik.teletalk.com.bd

সৈনিক পদে আবেদনের শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শারীরিক যোগ্যতা : উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শারীরিক যোগ্যতা : উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

সৈনিক পদে আবেদনের নিয়ম ও ধাপ

প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে ২টি আলাদা আলাদা এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো-

১ম ধাপ >

১ম এসএমএস: SAINIK এসএসসি বোর্ড এর প্রথম ৩ অক্ষররোলপাশের সাল জেলার কোডট্রেড কোড. লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে। এসএমএস প্রেরণকৃত প্রার্থী যোগ্য হলে তাকে একটি পিন নাম্বার এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে। এই পিন নাম্বার দিয়ে পুণরায় প্রার্থীকে এসএমএস পাঠাতে হবে। এবার এসএমএস করার সময় ২০০ টাকা কাটা হবে। ২য় এসএমএস যেভাবে করবেন:

২য় ধাপ >

২য় এসএমএস : SAINIK YES PIN NUMBER প্রার্থীর মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে।

৩য় ধাপ >

দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে এই USER ID ও Password দিয়ে প্রার্থীকে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের ক্ষেত্রে ৩০০ ও ৩০০ (দৈর্ঘ ও প্রস্থ) পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইটের মধ্যে হতে হবে।

>> Bangladesh army sainik job circular 2022 (general trade) download link : https://edudaily24.com/wp-content/uploads/bangladesh-army-sainik-job-circular-2022.jpg

>> আরো দেখুন : বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি / লেফটেন্যান্ট পদে চাকরির সুযোগ

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবংইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

“সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২ সার্কুলার – ট্রেড ২”-এ 26-টি মন্তব্য

  1. কি লিখবো জানি না মনটা ভালো না কারণ আমার উচ্চতা 5 ফুট 9 কিন্তু জন হল সেই অষ্টআশি ওজন কমাতেও পারছি না কি যে করি আমি সেনাবাহিনীকে অনেক ভালোবাসি কাজটি করতে চাই কিন্তু পারলাম না আগের এপ্লাই করছি কিন্তু ওজন বেশি ছিল তাই যাইনি কেউ কি বলতে পারেন পাসপোর্ট নয় কত কেজি ওজন লাগবে হাইয়েস্ট

    জবাব
  2. আসসালামু আলাইকুম…
    স্যালুট বাংলাদেশের বীর সেনাবাহিনী দেরকে..আমার ভালোবাসা আমার বাংলাদেশ.. আমি চাই দেশের সর্বোচ্চ সেবা যারা দেয় তাদের দলে থাকতে..
    আমার উচ্চতা.৫” ৭
    এস এস সি.. ৪.৯৫
    ওজন..৬১ কেজি
    বয়স.১৯+
    আমাকে যদি দেশের সেবা করার একটা সুযোগ দিতেন..

    জবাব
  3. আসসালামু আলাইকুম। আমি ২০২১ এ SSC দিছি, আমার ৪.৪৪ আসছে গ্রেড। আমার উচ্চতা ৫.০৬ inchi. তবে আমার ওজন হচ্ছে যে ৪৯ কেজি ৯০০ গ্রাম, আর জন্ম নিবন্ধন অনুযায়ী আমার জন্ম ৮ আগস্ট ২০০৫। পারব আমি? 🙏🙏🙏

    জবাব
    • আমার নাম মোঃশামীম হোসাইন শান্ত, আমি এবার এসএসসি দিচি,ফলাফল৩.৮৯। আমার উচ্চাতা ৬.১”, আমার ওজন ৭৮ কেজি,আমার বয়স ১৭ বছর সনদ অনুযায়ী। আমি কি পারো সেনাবাহিনীতে আবেদন করতে।

      জবাব
  4. আমি ২০২১এস.এস.সি পাস করেছি।
    আমার উচ্চতা ৫’৭”+”
    ওজন ৫৬কেজি
    বুকের মাপ ৩২/৩৪ হয়
    কোনো রকম কাটা বা দাগ নাই শরীরেরে আমি কি সেনাবাহিনীতে যেতে পারব

    জবাব

মন্তব্য করুন

You cannot copy content of this page