এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২১

২০২১ সালের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার (2021) ফলাফল ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ ৩০ ডিসেম্বর কালে নতুন বছরের পাঠ্য বই বিতরণ কার্যক্রম ও এসএসসি/সমমান ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধণী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী এই দুই কার্যক্রমের উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিবরণ ও পাঠ্য বই বিতরণ সম্পকে বিস্তারিত জানিয়েছেন।

২০২১ সালের এসএসসি ফলাফল প্রকাশ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার এ বছর পাসের হার ৯৩.৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। এ বছর এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের ফলাফল সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে। নিচে বিস্তারিত দেয়া আছে।

এসএসসি রেজাল্ট চেক

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ফলপ্রার্থী বা অভিভাবকরা যেকোনো মোবাইল সিম থেকে যথা নিয়মে এসএমএস পাঠানোর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ দুপুর থেকে এসএসসি/সমমানের ফলাফল জানা যাবে। এছাড়া অনলাইনের মাধ্যমেও বিস্তারিত ফলাফল (মার্কশিটসহ) জানা যাবে।

এসএসসি পরীক্ষা ২০২১

পরীক্ষা : এসএসসি ও সমমান ২০২১
এসএসসি ফলাফলের তারিখ :৩০ ডিসেম্বর ২০২১ (সম্ভাব্য)
রেজাল্ট দেখা যাবে যেভাবে :ওয়েবসাইট ও SMS
এসএসসি রেজাল্ট জানার ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd
মোট পরীক্ষার্থী :২২ লাখ ২৭ হাজার ১১৩ জন
মোট শিক্ষা বোর্ড : ৯টি

এসএমএসের মাধ্যমে মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম

যেকোনো মোবাইল অপারেটের সিম থেকে এসএমএস পাঠিয়েই ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC BoardName Roll 2021 টাইপ করে সেন্ড করতে হবে 16222 নম্বরে।

এখানে BoardName-এর জায়গায় বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর (যেমন: DHA) আর Roll-এর জায়াগায় রোল (যেমন: 123456) উল্লেখ করতে হবে।

SSC<BOARD<space>ROLL<space>YEAR পাঠিয়ে দাও 16222
Example: SSC DHA 123456 2021 পাঠিয়ে দাও 16222

মাদ্রাসা বোর্ড :
SSC<space>MAD<space>ROLL<space>YEAR পাঠিয়ে দাও 16222

কারিগরি শিক্ষা বোর্ড :
SSC<space>TEC<space>ROLL<space>YEAR পাঠিয়ে দাও 16222

এসএসসি রেজাল্ট 2021 দেখার নিয়ম

এস এস সি রেজাল্ট 2021 দেখার নিয়ম

এস এস সি রেজাল্ট দেখার নিয়ম

এস এস সি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

সকল শিক্ষা বোর্ডের কিওয়ার্ড

সকল শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩ ডিজিট বা keyword :

  • BARISHAL BOARD: BAR
  • DHAKA BOARD: DHA
  • CHITTAGONG BOARD : CHI
  • COMILLA BOARD:COM
  • DINAJPUR BOARD: DIN
  • JESSORE BOARD: JES
  • MADRASAH BOARD: MAD
  • MYMENSINGH BOARD: MYM
  • RAJSHAHI BOARD: RAJ
  • SYLHET BOARD: SYL
  • TECHNICAL/VOCATIONAL BOARD: TEC

অনলাইনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল ফলাফল দেখার লিংক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার দিন দুপুর থেকে ফলাফল ও মার্কশিট পাওয়া যাবে Education Board Results এর অফিসিয়াল এই সাইটে : http://www.educationboardresults.gov.bd

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page