নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। অন্যান্য বছরের মতো ২০২১-২০২২ শিক্ষাবর্ষেও নটরডেম কলেজসহ ৪টি কলেজে স্বতন্ত্রভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ অন্যান্য কলেজের মতো কেন্দ্রীয়ভাবে হবে না। নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করা হবে।

টরডেম কলেজে ভর্তির যোগ্যতা ২০২১-২০২২

বিভাগভর্তির নূনতম পয়েন্ট / জিপিএআসন সংখ্যা
বিজ্ঞানজিপিএ ৫.০০বাংলা ভার্সন : ১৮০০টি
ইংরেজি ভার্সন : ৩০০টি
মানবিক জিপিএ ৩.০০৪১০টি
ব্যবসায় শিক্ষা জিপিএ ৪.০০৭৬০টি

নটরডেম কলেজে ভর্তিতে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে পয়েন্ট

  • বিজ্ঞান থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে স্থানান্তরিত হতে কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে ।
  • বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে স্থানান্তরিত হতে কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে।

নটরডেম কলেজে ভর্তির আবেদন ২০২২

নটরডেম কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে অনলাইনে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে https://www.itbadmission.com/ndc অথবা https://ndc.edu.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে ৭ জানুয়ারি রাত ১২টা থেকে ১৩ জানুয়ারি ২০২২ রাত ১২টার মধ্যে।

ভর্তির আবেদন ফি

অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার (লিখিত ও মৌখিক) খরচ বাবদ ৩০০ টাকা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে দিতে হবে।

নটরডেম কলেজ ভর্তি ২০২২

নটর ডেম কলেজের বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া হয়েছে :

নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

notre dame college admission 2021-22
notre dame college admission 2021-22

নটরডেম কলেজ ভর্তি গাইড pdf download

অনলাইনে সার্চ দিলে নটরডেম কলেজ ভর্তি গাইড বা ভর্তি সংক্রান্ত দিক নির্দেশনা / গাইডলাইন পাওয়া যাবে। এছাড়া লাইব্রেরি বা rokomari.com থেকেও এই গাইড বইগুলো কেনা যাবে।

  • এক্সসেপ্‌শন নটর ডেম কলেজ ভর্তি গাইড : প্লাস সেন্ট যোসেফ ও হলি ক্রস কলেজ – বিজ্ঞান বিভাগ  – দাম ২৪০ টাকা
  • নেক্সাস নটরডেম, হলিক্রস ও সেন্ট যো্সেফ কলেজ ভর্তি গাইড (বিজ্ঞান বিভাগ) – দাম ৩৩০ টাকা
  • এক্সিলেন্ট নটর ডেম, হলি ক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি গাইড – বিজ্ঞান বিভাগ – দাম ২৪৮ টাকা

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

মন্তব্য করুন

You cannot copy content of this page