ইউনিক আইডি কার্ড কার্যক্রম স্থগিত

ইউনিক আইডি কার্ড কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের হয়রানি ও করোনা পরিস্থিতির কারণে এই কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে বলে ২৬ মে (বুধবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) স্ট্যাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইএমএস) কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হাজিরের মাধ্যমে তথ্য ছক সরবরাহ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন জন্মসনদ জমা প্রদান সংক্রান্ত নোটিশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

আরো বলা হয়, ‘২৬ মে থেকে আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা অফিসের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রাপ্ত মতামতের আলোকে আইইএমএস প্রকল্পের মাধ্যমে তথ্য ছক পূরণ ও ডেটা এন্ট্রি সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান সমাপ্ত না হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তথ্য ছক পূরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হলো।’

মন্তব্য করুন

You cannot copy content of this page