১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২১ ( এসএসসি সিলেবাস ২০২২ / দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার সিলেবাস ২০২১ ) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ( ঢাকা চট্টগ্রাম রাজশাহী যশোর বরিশাল দিনাজপুর সিলেট কুমিল্লা বোর্ড ) ।
২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের অর্থাৎ ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী অর্থাৎ প্রি-টেস্ট পরীক্ষার পাঠ্যসূচি ও মানবণ্টন (খসড়া) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। করোনার কারণে এ বছরের প্রাক-নির্বাচনী পরীক্ষা ৩টি বিষয়ে অনুষ্ঠিত হবে।
তাই শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সিলেবাস প্রস্তুত করেছে ৩টি বিষয়ের উপর। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি ও গণিত। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।
২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনি পরীক্ষা নেয়া হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষা গ্রহণের পূর্বে যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd) আরো কোনো এসাইনমেন্ট ও নতুন নির্দেশনা দেয় , এই খসড়া সিলেবাস ও পূর্ব পর্যন্ত যদি অন্য কোনাে অ্যাসাইনমেন্ট ও নির্দেশনা দেয়, তাহলে সেগুলো এই খসড়া সিলেবাসের (পাঠ্য সূচি) সঙ্গে সমন্বয় করা হবে।
Class 10 pre-test exam’s mark distributions 2021 – SSC 2022
বিষয় ও পত্র | লিখিত | এমসিকিউ | পরীক্ষায় মোট নম্বর | এসাইনমেন্ট | স্বাস্থ্যবিধি | মোট নম্বর |
বাংলা ১ম ও ২য় পত্র | সৃজনশীল ২০+ নির্মিতি ১৫ | ১৫ | ৫০ | ৪০ | ১০ | ১০০ |
ইংরেজি ১ম ও ২য় পত্র | Reading & Writing 30 + Grammar 20 | – | ৫০ | ৪০ | ১০ | ১০০ |
গণিত | সৃজনশীল ৩০ + অতি সংক্ষিপ্ত প্রশ্ন ৫ | ১৫ | ৫০ | ৪০ | ১০ | ১০০ |

এসএসসি সিলেবাস ২০২২ – ১০ম শ্রেণির শর্ট সিলেবাস ২০২১ – ১০ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার সিলেবাস ২০২১

এক নজরে দরকারি তথ্য |
---|
দশম শ্রেণির পরীক্ষা শুরু : ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে ২৪ নভেম্বর ২০২১ থেকে। |
পরীক্ষা হবে : ৩ বিষয়ে |
সিলেবাসের ধরন : সংক্ষিপ্ত সিলেবাস (এসাইনমেন্ট ও ক্লাসে পাঠ দান করা বিষয়বস্তুর ভিত্তিতে) |
যেসব নির্দেশনা মেনে পরীক্ষা হবে
১. বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে;
২. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের;
৩. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট;
যে সিলেবাসে পরীক্ষা হবে
যেসব অধ্যায় থেকে এসাইনমেন্ট (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে) দেয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ জানুয়ারি ২০২১ থেকে শ্রেণিকক্ষে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে, সেগুলোই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস।
১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস
(ক) বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০ ( লিখিত ৩৫ + এমসিকিউ ১৫);
(খ) ইংরেজি (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০ (১ম পত্র ৩০ + ২য় পত্র ২০);
(গ) সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে ৫০ ( লিখিত ৩৫ + এমসিকিউ ১৫);
(ঘ) প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে।
(ঙ) বার্ষিক পরীক্ষায় ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে। উল্লেখ্য, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই ১০ নম্বর যোগ করতে হবে।
(চ) অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০+৪০+১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে।
☑ Class 6 to 10 Syllabus 2021 PDF download link : https://www.jessoreboard.gov.bd/uploads/notice/05_20211019131617_350.pdf
শিক্ষা বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( https://www.facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( http://www.youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
আরো পড়ুন : ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ২২,২৭,১১৩ জন
☑ এসাইনমেন্ট নাম্বার এন্ট্রি যেভাবে
☑ ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২১
☑ ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২১
☑ জেএসসি পরীক্ষার সিলেবাস ২০২১
☑ ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২১
Matha tik ase na ki..
Exam hobe history civies,geography.. Ar since ar subjects gula..bangla English matha pailen koi..
Apu Eigula amader Jonno.
Orthath jara SSC 2022 tader.
হ্যাঁ। যারা ২০২১ সালের নভেম্বরে ১০ শ্রেণির বার্ষিক পরীক্ষা দেবে এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য।
Nothing
2022 সালে মাদ্রাসার পরীক্ষার্থীর জন্য কোন সিলেবাস দিলে ভালো হতো,
2022 সালে মাদ্রাসার পরীক্ষার্থীর জন্য কোনো শট
সিলেবাস দিলে ভালো হতো,
2020 সালের মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য কোনো শট সিলেবাস দিলে ভালো হতো, আমি এটা মনে করি।
Bangla pat, English, gonite
আমাদের প্রশ্ন কি স্কুলের স্যাররা তৈরি করবেন ,না কি বোর্ড থেকে তৈরি হবে?
বোর্ডের প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন করা হবে বলে জানিয়েছে একটি বোর্ড। অন্যান্য বোর্ডও একইভাবে করতে পারে।
Ssc 2022 der pre test dakhil er ki kono short sillaybus ber hoini plz janaben
খুব ভালো লাগে
Ssc 2022 der pre test dakhil er ki kono short sillaybus ber hoini plz janaben
জবাব
2022 সালে মাদ্রাসার পরীক্ষার্থীর জন্য কোনো শট
সিলেবাস দিলে ভালো হতো,
হিসাব বিঙ্গানন্