সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২২ (১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে) নির্ধারণ হবে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী। প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেও শিক্ষার্থীদের নির্ধারিত ন্যূনতম বয়স থাকতে হবে। এই নীতিমালা ২০২২ শিক্ষাবর্ষের ভর্তির সময় জারি করা হয়েছিল। আগামী বছর ভর্তির ক্ষেত্রেও একই নীতি বহাল থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
স্কুলে ভর্তির বয়স
শ্রেণি | ভর্তির ন্যূনতম বয়স |
১ম শ্রেণি | ৬ বছর |
২য় শ্রেণি | ৭ বছর |
৩য় শ্রেণি | ৮ বছর |
৬ষ্ঠ শ্রেণি | ১১ বছর |
৭ম শ্রেণি | ১২ বছর |
৮ম শ্রেণি | ১৩ বছর |
৯ম শ্রেণি | ১৪ বছর |
৩ জানুয়ারি (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) প্রকাশিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালায়, ২য় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বয়স ৭ বছরের বেশি, ৩য় শ্রেণিতে ৮ বছরের বেশি, ৬ষ্ঠ শ্রেণিতে ১১ বছরের বেশি ও ৭ম শ্রেণিতে ১২, ৮ম শ্রেণিতে ১৩ ও ৯ম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১৪ বছর নির্ধারণ করে দিয়েছে সরকার।
এর আগে, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি নির্ধারণ করা হয়েছিল। এটি বহাল থাকবে।
সংশোধিত ভর্তি নীতিমালা ২০২২
সংশোধিত ভর্তি নীতিমালা (২০২২) অনুযায়ী, প্রথম শ্রেণির বয়সের ভিত্তিতে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বয়স সাত বছরের বেশি, তৃতীয় শ্রেণিতে ভর্তির বয়স আট বছরের বেশি, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছরের বেশি ও সপ্তম শ্রেণিতে ভর্তির বয়স ১২ বছরের বেশি হতে হবে।
তবে, ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইনে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছিল সরকার। সে অনুযায়ী বেশিরভাগ সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শেষ। কিন্তু ভর্তির সময় পার হয়ে যাওয়ার পর ৩ জানুয়ারি ২০২২ তারিখে সরকারি স্কুলের ভর্তির সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে।
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
শিক্ষা মন্ত্রণালয় এতদিনেও নির্দিষ্ট নীতি মালা তৈরি করতে পারে নাই।এটা যে কত বড় ব্যর্থতা তা জনগণ জানে। চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীও সরকারি স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে ২০২১/২০২২ সালে। শিক্ষা মন্ত্রণালয়ের অবশ্যই উচিৎ হবে ডি আর ভুক্তদের সার্টিফিকেট প্রদান করা আর সে অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয় গুলোতে রেজিস্ট্রেশন করা ।
বাবা তোমার বয়স এখন ছয়
পড় বাবা পড়
আকডুম বাকডুম ঘোরাডুম সাজে ,
ঢাক ঢোল ঝাঁঝর বাজে !!!
বাস্তবিক শিক্ষার কোন ব্যবস্থা নাই, তথাপি মেধাবী শিক্ষার্থীদের দাবিয়ে রাখার প্রচেষ্টা !!!
এই কর্নার জন্য আর কী দেখতে হবে ? 😒😒😒😒😒😒
একটি শারিরীক প্রতিবন্ধী ছেলে যার জন্ম ২০০৭ ইংরেজিত, সে ২০২১ সালের ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পাস করেছে, কিন্তু সমস্যা হলো তাকে ভর্তি করাতে পারছিনা ক্লাস ৬ষ্ট শ্রেণীতে বয়স বেশি হওয়ার কারনে। ৬ষ্ট শ্রেণীতে ভর্তির বয়সের উর্দসীমা কি আপনাদের কারো জানা আছে?
১১ বছর বয়স পর্যন্ত আছে,
boyos er kono urdhosima nai. ek school a chance na pele chele k vinno school a vorti koran.
যাকে যেখানে প্রয়োজন সেখানে না বসিয়ে অযোগ্য লোক বসালেতো এমন দূর্দশা অহরহ দেখতে হবে।
এই কর্নার জন্য আর কী দেখতে হবে ? 😒😒😒😒😒😒 ai vabe bachaa der age mepe diley too r hoy na…
Apni thik bolechen
আমরা নুন্যতম বয়সটা জানতে পারলাম, কিন্তু উর্ধ্বতম বয়সটা কত????প্লিজ জানাবেন।
এখন দেখছি সন্তানের সঠিক বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন করতে হবে!!! অত্যন্ত বাজে শিক্ষানীতি।