ডিগ্রি উপবৃত্তি ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে ৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে।
ডিগ্রি উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ বা নিবন্ধনের নিয়ম নিচে ভিডিও’র মাধ্যমে দেখানো হয়েছে।
ডিগ্রি উপবৃত্তির আবেদন ২০২২
বৃত্তির নাম : | প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর স্নাতক (পাস) উপবৃত্তি ২০২২ |
আবেদনের তারিখ | ৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২২ |
অনলাইনে আবেদন লিংক : | http://estipend.pmeat.gov.bd |
আবেদনের নির্দেশিকা (PDF) : | ক্লিক করুন |
২০২১০-২০২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ (৩য় বর্ষ, ২য় বর্ষ ও ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির আহবান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের “প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট”-এর উপবৃত্তি শাখা
আবেদন ফরম পূরণ বা নিবন্ধন করতে হবে অনলাইনের মাধ্যমে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি ২০২২
উপবৃত্তির কর্তৃপক্ষ : | প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট |
যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন : | ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় |
যে স্তরের শিক্ষার্থীরা পাবেন : | ডিগ্রি অর্থাৎ স্নাতক (পাস) / সমমান |
যেসব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পাবেন : | ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ (৩য় বর্ষ, ২য় বর্ষ ও ১ম বর্ষ) |
বৃত্তির টাকার পরিমাণ : | – |
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি অনলাইন আবেদন
ডিগ্রির উপবৃত্তির আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য প্রথমে http://estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে । উক্ত সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা User ID ও password পাঠানো হবে। “ব্যবহার নির্দেশিকা”র শর্তাবলি অনুসরণ করে ৯/০১/২০২২ থেকে ১০/০২/২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে । পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৮/০২/২০২২ তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনলাইনে পাঠানোর অনুরােধ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের “প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট”-এর উপবৃত্তি শাখা।
অনলাইনে উপবৃত্তির আবেদনের নিয়ম
- ★ ধাপ ১ : http://estipend.pmeat.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে “নিবন্ধন” ট্যাবে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
- ★ ধাপ ২ : পরবর্তী ধাপে পাসওয়ার্ড সেট করুন।(যেকোনো ৬ ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন)
- ★ ধাপ ৩ : পাসওয়ার্ড সেট হয়ে গেলে শিক্ষার্থী সাইন ইন/”প্রবেশ করুন” ট্যাবে রেজিষ্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যাবহার করে লগইন করুন।
- ★ ধাপ ৪ : লগ ইন করার পরে শিক্ষার্থী তার ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং “আবেদন করুন” এ ক্লিক করে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
- ★ ধাপ ৫ : “আবেদন করুন” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন সম্পাদন করুন। শিক্ষার্থীরা উপবৃত্ত ফর্মটি পূরণ করুন এবং “সংরক্ষণ করুন চালিয়ে যান” বাটনে ক্লিক করুন এবং ট্যাব অনুসারে নির্দেশ অনুসরণ করুন।
- ★ ধাপ ৬ : ট্যাব নির্দেশ শেষ হওয়ার পরে, শিক্ষার্থী হ্যাঁ বাছাই করবেন (সর্তকতা, একবার এপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না)। পৃষ্ঠাটি ড্যাশবোর্ডে পুনঃনির্দেশিত হবে সেখানে ব্যবহারকারী আপ্লিকেশন উপস্থিতি দেখতে পাবেন।
অনলাইনে আবেদন করতে যা যা লাগবে
১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার;
২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;
৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর,মোবাইল নং;
৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;
৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নাম্বার।
[ উল্লেখ্য, ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র বিকাশ, রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবেন। নিজের নামের সঙ্গে একাউন্ট নং মিল থাকতে হবে। ]
▶️ আবেদন সম্পন্ন করার পর কলেজ নোটিশ অনুযায়ী আবেদন কপি জমা দিতে হবে! অবশ্যই কলেজ নোটিশ অনুসরণ করবেন।
- অনলাইন আবেদন করতে গিয়ে যারা টেকনিক্যাল সমস্যার মুখোমুখি হচ্ছেন অর্থাৎ আবেদন করতে পারছেন না, তারা কয়েকদিন পর (আবেদনের সময় থাকা সাপেক্ষে) আবার আবেদনের চেষ্টা করুন।
◼️ আবেদন করার সময়সীমাঃ ০৯/০১/২০২২ ইং হতে ১০/০২/২০২২ ইং তারিখ পর্যন্ত।
★ শর্তাবলী :
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
২. অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।
✅জেনে রাখুন :
👉 শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ (২০১৯-২০), ২য় বর্ষ (২০১৮-১৯) এবং ৩য় বর্ষ (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন! ২০১৬-১৭ সেশনকে বাদ দেওয়া হয়েছে। অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
👉 ২০২০-২১ সেশন নতুন ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ! আগামী বছর আবেদন করবেন।
👉 ১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।
👉 Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।
👉 ডিগ্রি প্রাইভেট(কোর্স) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ।
👉 ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির শর্তাবলি
- ১. উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি (পাস) / ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
- ২. নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।
- ৩. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে। অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি অনলাইন আবেদন
ডিগ্রি উপবৃত্তি কত টাকা
উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে বিভিন্নভাবে জানা গেছে, প্রতি কিস্তিতে ৪৯০০ টাকা করে দেয়া হতে পারে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম [ Video ]
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির জন্য আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম এই ভিডিওতে দেয়া হয়েছে।
ডিগ্রি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
আমরা ২০১৬-১৭ শিক্ষা বর্ষ আমাদের টাকাতো পেলাম না
২০১৯-২০২০.আমাদের কেউ আবেদন করতে পারিনি। সার্ভার ডাউন ছিল দুই দিন ই।এইটা কিসের সহায়তা ট্রাস্ট হয়চে যে।
বাইয়া আমার শিক্ষাবর্ষ ২০১৮-১৯। দুইটা বিষয়ে অনুপস্থিত ছিলাম।আমি কি আবেদন করতে পারবো। ইয়ার নট প্রোমোটেড আসছিলো রেজাল্ট এ। এখনো আমি প্রথম বর্ষে আছি।
এখানে জমির পরিমান ১.০০ শতাংশ দিয়েছে তারপর not eligible more than 0.250 আসে
তখন 0.250 দিয়েছে তারপরও সাবমিট হয়না।
আবার বার্ষিক আয় চেয়েছে কিন্তু ৮১,০০০/- দিলে not eligible more than 5000/- আসে কেনো।
এটা কোন ধরনের ফাজলামি।। না দিলে এতো কাহিনির কি দরকার।
শুধু শুধু আসা দেওয়া। সব তথ্য দেওয়ার পরও এরকম কেন হয়।
আমি একজন ফাজিল ২য় বর্ষের (২০১৮-১৯) ছাত্র কিন্তু গত বছরেও আবেদন করার জন্যে চেষ্টা করছি সফল হইনি, এখনও সমস্যা করতেছে।
প্রথমে বলছে সার্ভার সমস্যা এখন বলে আমার রেজিঃ দিয়ে আবেদন হয়ে গেছে।
এখন আমার করনিও কি,দয়া করে জানাবেন!!
যারা পূর্বে আবেদন করেছে তাদের আবেদন করতে গেলেই অলরেডি রেজিস্টার দেখাইতেছে এর সমাধান কি
আমার শিহ্মাবর্ষ ২০১৮-২০১৯ আমি দূরে থাকার কারনে কোনো পরিহ্মা দিতে পারিনি এখনো ১ম বর্ষেতে আছি। আমি কি আবেদন করতে পারবো।
আমার পাসওয়ার্ড ভুলে গেছি, এখন আমার করনীয় কি
17-18 3rd year bolca already resisted
খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট।
সফটার সমস্যা কারণ কী একটু জানাবেন
Good job
09/02/2022 তারিখে রাত 11.59 মিনিটে আবেদন নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে ডিগ্রি-উপবৃত্তি-২০২২ বিজ্ঞপ্তিতে বলা আছে 10/02/2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। কিন্তু 10/02/2022 তারিখের আগেই আবেদন নেওয়া বন্ধ করা হলো কেন? এছাড়াও তো এক আবেদন ১০-১৫ চেষ্টা করা পরেও হতে চায় না?
অনলাইনে ডিগ্রির উপব্রিত্তির আবেদন ফরম
অনলাইনে ডিগ্রির উপব্রিত্তির আবেদন ফরম
ACCHA ABODON SYESH HOWER POR KI KNO DOCOMENT COLLAGE JOME DETAY HOBE…….?
১২/০২/২২ তারিখে রাত ১১:৫৯ সময় দেওয়ার পরেও ১১/০২/২২ তারিখে ১১:৫৯ মিনিট পরে আর আবেদন করা যাচ্ছে না, কারন টা জানতে পারি কি?
অনলাইন নামক ডিজিটাল পদ্ধতিতে বঞ্চিত আজ উপবৃত্তি পাওয়ার প্রকৃত হকদার
উপবৃওির ফরম ডাউনলোড করতে চাই।
আমার একটা ফরম লাগবে।