এইচএসসি পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারির ১ম সপ্তাহে

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারির (২০২২) ১ম সপ্তাহে প্রকাশ হতে পারে। ফলাফল প্রকাশের ব্যাপারে আলোচনার জন্য ১১ জানুয়ারি দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠকে বসছেন বলে জানা গেছে।

করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে ৬টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ৩০ ডিসেম্বর ২০২১।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক গণমাধ্যমকে জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু করা হচ্ছে। নতুন পদ্ধতিতে এ বছরের পরীক্ষা হওয়ায় ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। এ ব্যাপারে ১১ জানুয়ারি বৈঠকের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে যাতে ফল প্রকাশ করা যায়, সে লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।

তবে এইচএসসি পরীক্ষার্থীদের ৩টি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ৬টি। তাই কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।

২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছে এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছে এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page