এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আন্ডার গ্রেজুয়েট (স্নাতক) পর্যায়ে ভর্তির আবেদন করা যাবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই।
আবেদনের যোগ্যতা
- SSC তে ন্যূনতম জিপিএ 4.0 (৪র্থ বিষয় ব্যতীত)।
- HSC তে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি এই চারটি বিষয়ে মোট জিপি 17.0/20 হতে হবে।
MIST ভর্তি পরীক্ষার ধরন
- ক গ্রুপ=১০০ নম্বর (Written) এবং সময়: ২ ঘণ্টা । এবং খ গ্রুপের ড্রয়িং এর উপর আরো ১০০মার্ক্সের পরীক্ষা সময় ২ঘন্টা।
- ক গ্রুপ=গণিত (৪০ নম্বর), পদার্থবিজ্ঞান (৩০ নম্বর), রসায়ন (২০ নম্বর) ও ইংরেজি (১০ নম্বর)
ভর্তি পরীক্ষার ফলাফল নির্ণয় পদ্ধতি
শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধাতালিকা প্রকাশ করা হয়।পাশ মার্ক্স ৪০%।নেগেটিভ মার্কিং : নেইক্যালকুলেটর: আছেসেকেন্ড টাইম: আছে(তবে ৫% মার্ক্স কর্তন করা হয়)
আবেদন ফি
Unit A-এর জন্য ৮০০ টাকা এবং Unit B & Unit A+B এর জন্য ১০০০ টাকা।
আবেদনের তারিখ ও ভর্তি পরীক্ষার তারিখ ফলাফল প্রকাশের পর প্রকাশ করবে Military institute of science and technology (MIST)।
MIST Admission Circular 2022
MIST admission circular 2022 pdf (2 pages) download link : https://mist.ac.bd/storage/files/storage/new%20files/R/r/MIST%20Admission%20Notice-2022%20Final.pdf