এমবিবিএস কোর্সে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে ১ এপ্রিল ২০২২। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল ২০২২ তারিখে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
মেডিকেল ও ডেন্টাল ভর্তি ২০২২
শিক্ষা প্রতিষ্ঠান : | মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ / ইউনিট |
শিক্ষাবর্ষ : | ২০২১-২০২২ শিক্ষাবর্ষ |
যোগ্যতা : | ২ পরীক্ষায় মোট জিপিএ ৯ (পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ৮) |
আবেদন : | ২৮/২/২০২২ থেকে ১০/৩/২০২২ |
পাস নম্বর : | ৪০ |
১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর শিগগিরই মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে এইচএসসি পর্যায়ের পূর্ণাঙ্গ সিলেবাসে।
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২
১৮ জানুয়ারি সকালে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব গণমাধ্যমকে জানান, ১ এপ্রিল মেডিকেলের ভর্তি পরীক্ষা হওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটি এখনও চূড়ান্ত না হলেও সবাই এটিকে উপযুক্ত সময় মনে করছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ১ এপ্রিলই পরীক্ষা হতে পারে।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যাসহ অন্যান্য সব বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। এরপর সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত বছরের (২০২১) ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। পরীক্ষায় পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন। যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ। সেখানে জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন।
এদিকে, ২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল ফেব্রুুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানা গেছে।
মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তির নীতিমালা ২০২২ >>
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
Protibondhi quota rakha houk..a bepare kisu liken.muktijodda quota ase,tar porew quota baranor jonno tara andolon korse..othocho pcq nijei prappo…tai a bepare gov. Er uchit Medicale a pcq quota chalu kora