রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ –১৫৩টি পদ

বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ১৫৩টি পদে লোকবল নিয়োগ দেবে রেলওয়ে। আবেদন করতে হবে অনলাইনে ৭ এপ্রিল থেকে ১৭ মে ২০২২ তারিখের মধ্যে।

  • পদের নাম : বুকিং সহকারী গ্রেড-২
  • পদের সংখ্যা : ১৫৩টি
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা

রেলওয়ে নিয়োগ ২০২২

চাকরিদাতা প্রতিষ্ঠানবাংলাদেশ রেলওয়ে
চাকরির ধরন :সরকারি চাকরি
পদ সংখ্যাবুকিং সহকারী
খালি পদ১৫৩ জন
শিক্ষাগত যোগ্যতাএইচ.এস.সি
বয়স১৮-৩০ বছর
আবেদন শুরু তারিখ০৭ এপ্রিল ২০২২
আবেদন শেষ তারিখ১৭ মে ২০২২
আবেদনের লিংক : http://br.teletalk.com.bd
ওয়েবসাইট :http://railway.gov.bd

আবেদনের যোগ্যতা ও বয়স

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বয়স : প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।

অনলাইনে আবেদনের নিয়ম

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে http://br.teletalk.com.bd/ এই ঠিকানায় প্রবেশ করতে হবে।

আবেদন ফি

পরীক্ষা ফি ও সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

৭ এপ্রিল ২০২২ থেকে ১৭ মে ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Bangladesh railway booking assistant job circular 2022
Bangladesh railway booking assistant job circular 2022

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

“রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ –১৫৩টি পদ”-এ 33-টি মন্তব্য

  1. আমি মোঃ রনি মন্ডল, আমার একটা চাকরির খুব প্রয়োজন, আমার পরিবারের কোন আয়ের উৎস নেই, তাই আমার একটা চাকরির খুবই প্রয়োজন দয়া করে একটি চাকরির ব্যবস্থা করিয়া দিবেন

    জবাব
  2. স্যার,
    প্রথমে আমার সালম নিবেন, আসা করি ভালো আছেন।
    স্যার আমার একটা বিষয় জানার ছিলো তা হলো আমার বাড়ি য়দি রাজশাহী বিভাগে হয় তাহলে কী আমি আবেদন করতে পারবো না

    দয়া করে একটু জানাবেন স্যার।

    জবাব
  3. প্রথমে আমার সালাম নি, একটা চাকুরি লাগবে,আমার নাম, মো শামীম মিয়া, বয়স,২৫ বছর, এইচএসএসি পাস করছি, জেলা, কুড়িগ্রাম,বিভাগ, রংপুর। আমার বিষয়টা আপনার মর্জি হয়ে।

    জবাব
  4. যে দেশে জাতীয় ফল খেতে গেলে হাতে তেল মাখতে হয়।।সেই দেশে ভালো কিছু করতে গেলে তেল মারাটাই স্বাভাবিক।।।।
    তেল, টাকা পয়সা,মামা,খালু না থাকলে চাকরি হয় কেমনে🙄🙄🙄🙄

    জবাব

মন্তব্য করুন

You cannot copy content of this page