বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। ১৪ ক্যাটাগরিতে মোট ১৩৮ জন নিয়োগ দেয়া হবে।
সমরাস্ত্র কারখানায় নিয়োগ ২০২২
- নিয়োগদাতা : বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)
- মোট পদের সংখ্যা : ১৩৮টি
- পদের ক্যাটাগরি : ১৪টি
- চাকরির ধরন : সরকারি চাকরি
- আবেদন ফি: পদভেদে ৫৬ থেকে ১১২ টাকা
- আবেদন শুরু : ১ এপ্রিল ২০২২
- আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল ২০২২
- আবেদনের লিংক : http://bof.teletalk.com.bd
পদের তালিকা ও সংখ্যা
১. অফিস সুপারিনটেনডেন্ট
পদের সংখ্যা : ১টি
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি/সমমান।
অভিজ্ঞতা: ০৩ বৎসর।
বয়স: ১৮ হতে ৩০ বছর।
১. অফিস সুপারিনটেনডেন্ট
পদের সংখ্যা : ১টি
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি/সমমান।
অভিজ্ঞতা: ০৩ বৎসর।
বয়স: ১৮ হতে ৩০ বছর।
২. অফিস সহকারী (কম্পিউটার অপারেটর)
পদের সংখ্যা : ১০টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান।
বয়স: ১৮ হতে ৩০ বছর।
৩. মেটল্যাব এ্যাসিস্ট্যান্ট
পদের সংখ্যা : ১টি
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
গ্রেড : ১৬
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাস।
৪. গোডাউন কিপার
পদের সংখ্যা : ৩টি
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
গ্রেড : ১৬
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান।
৫. ড্রাইভার
পদের সংখ্যা : ৩টি
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
গ্রেড : ১৬
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।
৬. জুনিয়র টেকনিশিয়ান
পদের সংখ্যা : ৫৫টি
বেতন স্কেল : ৮,৫০০–২০,৫৭০ টাকা
গ্রেড : ১৯
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।
৭. ফায়ারম্যান
পদের সংখ্যা : ২টি
বেতন স্কেল : ৮,৫০০–২০,৫৭০/- টাকা
গ্রেড : ১৯
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতা : উচ্চতা ১.৬৭৬ মিটার হতে হবে।
৮. নিরাপত্তা কর্মী
পদের সংখ্যা : ২টি
বেতন স্কেল : ৮,৫০০ – ২০,৫৭০/- টাকা
গ্রেড : ১৯
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।
৯. টেকনিক্যাল হেলপার
পদের সংখ্যা : ৪৩টি
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা
গ্রেড : ২০
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।
১০. আর্দালী
পদের সংখ্যা: ৩টি
বেতন স্কেল : ৮,২৫০–২০,০১০/- টাকা
গ্রেড : ২০
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।
১১. দারোয়ান
পদের সংখ্যা : ২টি
বেতন স্কেল : ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেড : ২০
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতা : উচ্চতা ১.৬৭৬ মিটার হতে হবে।
১২. মালী
পদের সংখ্যা : ১ টি
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০/- টাকা
গ্রেড : ২০
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি/সমমান।
১৩. লেবার
পদের সংখ্যা : ১১ টি
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা
গ্রেড : ২০
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি/সমমান।
১৪. পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী
শূন্যপদের সংখ্যা : ১ টি
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০/- টাকা
গ্রেড : ২০
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি/সমমান।
বিওএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

bof job circular 2022 pdf download link : http://bof.teletalk.com.bd/bof4/circular.pdf
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
আসসালামু আলাইকুম।
আমি মেহেরুন্নেছা মুন্নি। আমি সরকারি মহসিন কলেজ বিএ দিতীয় বর্ষ পরছি।আমি মেয়ে হয়ে পরিবার এর পাশে দাড়াতে চাই নিজের পরিচয় তৈরি করতে চাই। আমার চাকরি টা অনেক প্রয়োজন। অন্যের উপর নির্ভরশীল হতে চায় না।
Try and ask Allah, He will definitely help InshaAllah
আমি একটা চাকরি করতে চাই প্লিজ আমাকে দয়া করে একটা চাকরি দিবেন
আমি এখন বেকার পরে আছি আমার একটা চাকরি দরকার
আমি চাকরি করতে চায়।
Jani na cakri Hobe ki na …Karon ghush chara to ajkal kothao cakri paoa jay na ….to eto tuku vorsha niye abedon korechi je cakri ta Hoy to pabo Insha Allaah
আমি বেকার চাকরি করতে চাই
আসসালামু আলাইকুম।
I need a job. আমি জব করতে ইচ্ছুক।আমাকে জবটা দিলে ভালো হয়।
Amar akta job lagbe ,
Valo deke job ar poroiujon,plz deken vai
My new experience for this job