প্রাথমিক বিদ্যালয়ে এক শিফ‌টে ক্লাস

দে‌শের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফ‌টে ক্লাস (শিক্ষা কার্যক্রম) চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান। তিনি বলেন, ২০২৩ সাল থেকে বছরের জানুয়া‌রি মাস থেকে সারা‌ দে‌শে এই নিয়ম কার্যকর করা হ‌বে। ৩০ অক্টোবর ২০২২ তারিখে (রবিবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি ব‌লেন, দে‌শের সকল প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌র অর্থাৎ ২০২৩ সালের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।

সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে জানিয়ে গণ‌শিক্ষা স‌চিব ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।

মন্তব্য করুন

You cannot copy content of this page