সরকারি-বেসরকারি ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (pdf) প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৩ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোতে ছুটি থাকবে মোট ২৪ দিন। ১৩ নভেম্বর ২০২২ ছুটি সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে কেন্দ্রীয় এই ব্যাংক থেকে।
ছুটি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। অর্থাৎ সব মিলিয়ে ২০২৩ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।
সরকারি-বেসরকারি ব্যাংক ছুটির তালিকা ২০২৩
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী ২০২৩ সালে-
- ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস),
- ৮ মার্চ (শবেবরাত),
- ১৭ মার্চ (বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস),
- ২৬ মার্চ (স্বাধীনতা ও জাতীয় দিবস),
- ১৪ এপ্রিল (বাংলা নববর্ষ),
- ১৯ এপ্রিল (শবেকদর),
- ২১ এপ্রিল (জুমাতুল বিদা),
- ২১-২৩ এপ্রিল (ঈদুল ফিতর),
- ১ মে (মহান মে দিবস),
- ৪ মে (বুদ্ধ পূর্ণিমা),
- ২৮-৩০ জুন (ঈদুল আজহা),
- ১ জুলাই (ব্যাংক হলিডে),
- ২৯ জুলাই (আশুরা),
- ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস),
- ৬ সেপ্টেম্বর (জন্মাষ্টমী),
- ২৮ সেপ্টম্বর (ঈদে মিলাদুন্নবি),
- ২৪ অক্টোবর (দুর্গাপূজা),
- ১৬ ডিসেম্বর (বিজয় দিবস),
- ২৫ ডিসেম্বর (বড় দিন),
- ৩১ ডিসেম্বর (ব্যাংক হলিডে)।
এদিকে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও এগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
২০২৩ সালের সরকারি-বেসরকারি ব্যাংকের ছুটির তালিকা (image)

Bank holiday list 2022 in Bangladesh (pdf)
Bank holiday list 2022 pdf download link : https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/nov132022dosl36.pdf