এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২৮ নভেম্বর ২০২২ তারিখে

২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২৮ নভেম্বর ২০২২ তারিখে হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ২১ নভেম্বর ২০২২ তারিখে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনাও ইতোমধ্যে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

এর আগে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২৫ অক্টোবর গণমাধ্যমকে বলেছিলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে।

এরপর ২৮ নভেম্বর ২০২২ তারিখটি ফলাফল প্রকাশের জন্য অনুমোদন পাওয়ায় এই দিনটিতেই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। ইতোমধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন যাচাই শেষ পর্যায়ে রয়েছে।

এসএসসি পরীক্ষা ২০২২

পরীক্ষা :মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান
সাল :২০২২
পরীক্ষার্থী :২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
পরীক্ষার তারিখ :১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২
ফলাফলের ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd
SSC exam result 2022

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের নোটিশ ২০২২

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি নোটিশ ২৪ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এই নোটিশে ২৮ নভেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশ করা হবে বলে বলা হয়েছে এবং Online ও SMS এর মাধ্যমে কিভাবে ফলাফল জানা যাবে, সেটিও জানানো হয়েছে।

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ - ssc result 2022 - ssc mark sheet 2022 https://dhakaeducationboard.gov.bd http://www.educationboardresults.gov.bd
এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ – ssc result 2022 (notice)

পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেওয়া হয়।

এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
এসএসসি গ্রেডিং সিস্টেম

All education boards list

শিক্ষা বোর্ডসমূহের নামশিক্ষা বোর্ডসমূহের লিংক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttp://dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttp://www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttp://www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttp://www.jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttp://sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহhttps://www.mymensingheducationboard.gov.bd
SSC result 2022

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page