খুলনার নর্দান বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার আড্ডা

খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে ‘সরকারি চাকরির প্রস্তুতি’ শীর্ষক ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

ক্যারিয়ার আড্ডায় প্রধান আলোচক ছিলেন ৩৬তম বিসিএস পরিসংখ্যান ক্যাডারে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ কামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান। প্রভাষক মতিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক এম এম মুজাহিদ উদ্দীন।

প্রধান আলোচক মোহাম্মদ কামাল হোসেন শিক্ষার্থীদেরকে জীবনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। এছাড়া ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। সবশেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে ক্যারিয়ার আড্ডাটি সম্পন্ন হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page