ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়াটার ফাইনাল সময়সূচি (বাংলাদেশ সময়) অনুযায়ী ৮টি দলের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৩২টি দলের মধ্যে ১৬টি দল অংশ নেয় নক আউট পর্বে। নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ ১৬টি দল। আর জার্মানিসহ বাকি ১৬ দল কোয়াটার ফাইনালে উঠতে পারেনি। ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর Qatar world cup football 2022 knockout পর্বের খেলা। knockout পর্বে প্রতিটি ম্যাচেই প্রতিটি দলের ভাগ্য নির্ধারিত হয়েছে, জিতলে পরের ধাপে আর হারলে বিশ্বকাপ থেকে বিদায়। ৯ ও ১০ ডিসেম্বর ছিল কোয়ার্টার ফাইনাল আর ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ হবে সেমি ফাইনাল। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ ১৭ ডিসেম্বর ২০২২ আর ফাইনাল খেলা ১৮ ডিসেম্বর ২০২২।
কাতার ফুটবল বিশ্বকাপ সেমি ফাইনাল ২০২২
ইউরোপের দুটি, লাতিন অঞ্চলের একটি ও আফ্রিকা থেকে একটি দল সেরা চারের টিকিট কেটেছে। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ব্রাজিল, বেলজিয়াম, স্পেন, ইংল্যান্ডের মতো ফেভারিট দলগেুলো বাদ পড়ে গেছে।
শেষ কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোল হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। একই দিন রাতে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে আর্জেন্টিনা। গতরাতে তৃতীয় কোয়ার্টারে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে মরক্কো।
শেষ ধাপে চলে এসেছে মাসব্যাপী চলা বিশ্বকাপের সূচি। ডিসেম্বরের ১৩ তারিখে প্রথম সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে লড়বে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। পরেরদিন ১৫ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলা করবে মরক্কো। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২
খেলা : | ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার |
মোট অংশগ্রহণকারী দেশ : | ৩২টি দেশ / দল |
ভেন্যু : | কাতার |
বাংলাদেশ সময় কখন হবে : | বিকাল, সন্ধ্যা ও রাতে |
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ : | ২০ নভেম্বর ২০২২ |
ফিফার ওয়েবসাইট : | https://www.fifa.com |
ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়াটার ফাইনাল সময়সূচি
কোয়ার্টার ফাইনাল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
- তারিখ: ৯ ডিসেম্বর শুক্রবার ২০২২
- ম্যাচ: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
- সময়: বাংলাদেশ সময় রাত ৯ টায়
কোয়ার্টার ফাইনাল নেদারল্যান্ড vs আর্জেন্টিনা
- ম্যাচ: নেদারল্যান্ড vs আর্জেন্টিনা
- তারিখ: ১০ ডিসেম্বর শুক্রবার ২০২২
- সময়: বাংলাদেশ সময় রাত ১ টায়
কোয়ার্টার ফাইনাল ফ্রান্স vs ইংল্যান্ড কাতার বিশ্বকাপের সময়সূচি
- ম্যাচ: ফ্রান্স vs ইংল্যান্ড
- তারিখ: ১১ ডিসেম্বর শুক্রবার ২০২২
- সময়: বাংলাদেশ সময় রাত ১ টায়
কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়াটার ফাইনাল সময়সূচি / FIFA world cup 2022 quarter finals dates
বিশ্বকাপ ম্যাচ | তারিক | সময় |
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড | ৯ ই ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
ব্রাজিল বনাম ক্রোশিয়া | ৯ ই ডিসেম্বর | রাত ১ঃ০০ |
ইংল্যান্ড বনাম ফ্রান্স | ১০ ই ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
বি১ – এ২ বনাম ডি১ – সি২ | ১০ ই ডিসেম্বর | রাত ১ঃ০০ |
কাতার ফিফা বিশ্বকাপ নকআউট পর্ব সময়সূচি ২০২২ বাংলাদেশ সময়

১০ ডিসেম্বর কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ হবে।
পর্তুগাল বনাম মরক্কো
- সরাসরি, রাত ৯টা
ইংল্যান্ড বনাম ফ্রান্স
- সরাসরি, রাত ১টা
- বিটিভি, টি-স্পোর্টস, গাজী টিভি
FIFA world cup match schedule 2022 today
আরো পড়ুন :