প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ pdf

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ (pdf) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে (শুক্রবার ও শনিবার সহ) মোট ১৫৮ দিন। এর মধ্যে ১০৪ দিন সাপ্তাহিক ছুটি (৫২ দিন শুক্রবার ও ৫২ দিন শনিবার)। ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয় টানা লম্বা ছুটি রয়েছে কয়েকটি। এছাড়া ১ দিন করে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় ছুটিতে প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রাথমিক বিদ্যালয়ে টানা লম্বা ছুটি

  • পবিত্র রমজান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রাথমিকে ১৪ দিন একটানা ছুটি থাকবে। এই সব ছুটিজনিত কারণে ৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত মোট ১৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

  • গ্রীষ্মকালীন অবকাশ, ঈদুল আযহা উপলক্ষে ১২ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটিতে ২৮ জুন থেকে ১৬ জুলাই ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

  • দূর্গাপূজা, ঈদ-ই-মিলাদুনন্নবী, লক্ষ্মীপূজা. প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই ৫ দিন প্রাথমিকে ছুটি থাকবে। ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ৫ দিন প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।

  • যীশু খ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ হিসাবে ৩ দিন প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। ২১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এসব দিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়োজনে ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করতে পারবেন।

সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট কর্মদিবস হবে (৩৬৫ দিন-১৫৮ দিন) ২০৭ দিন।

নিচের যুক্ত প্রাথমিকের ছুটির তালিকায় থাকা বিভিন্ন জাতীয় দিবসের ছুটি সমূহ দেখুন। প্রাথমিকের ছুটির তালিকায় গণনাকৃত ছুটিগুলো শুক্রবার ও শনিবার ছাড়া গণনা করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩

পর্বের নামতারিখবার
শ্রী শ্রী স্বরস্বতী পূজা০৫ ফেব্রুয়ারীশনিবার
* মাঘী পূর্ণিমা১৬ ফেব্রুয়ারীবুধবার
** শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২১ ফেব্রুয়ারীসোমবার
শবে মেরাজ,  শ্রী শ্রী শিবরাত্রি ব্রত০১ মার্চমঙ্গলবার
** জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস
১৭ মার্চবৃহস্পতিবার
শুভ দোলযাত্রা১৮ মার্চশুক্রবার
* শবে বরাত১৯ মার্চশনিবার
** স্বাধীনতা ও জাতীয় দিবস২৬ মার্চশনিবার
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব৩০ মার্চবুধবার
চৈত্র সংক্রান্তি১৩ এপ্রিলবুধবার
বাংলা নববর্ষ১৪ এপ্রিলবৃহস্পতিবার
ইস্টার সানডে১৭ এপ্রিলরবিবার
* পবিত্র রমজান, মে দিবস, * শবে কদর, * জমাতুল বিদা,
* ঈদুল ফিতর
২২ এপ্রিল-১১ মেশুক্রবার-বুধবার
* বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)১৫ মেরবিবার
গ্রীষ্মকালীন অবকাশ, * পবিত্র ঈদুল আযহা ও * আশারী পূর্ণিমা২৮ জুন –
১৬ জুলাই
মঙ্গলবার-শনিবার
* হিজরী নববর্ষ৩১ জুলাইরবিবার
* পবিত্র আশুরা (মহরম)৯ আগস্টমঙ্গলবার
* জাতীয় শোক দিবস১৫ আগস্টসোমবার
শুভ জন্মাষ্টমী১৮ আগস্টবৃহস্পতিবার
মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)০৯ সেপ্টেম্বরশুক্রবার
* আখেরি চাহার সোম্বা২১ সেপ্টেম্বরবুধবার
শুভ মহালয়া২৫ সেপ্টেম্বররবিবার
শ্রী শ্রী দূর্গা পূজা বিজয় দশমী, * ঈদে মিলাদুন্নবী (সাঃ),
শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণ্য পূর্ণিমা
০১-০৯ অক্টোবরশনিবার-রবিবার
শ্রী শ্রী শ্যামা পূজা২৪ অক্টোবরসোমবার
* ফাতেহা-ই-ইয়াজদাহম০৭ নভেম্বরসোমবার
** বিজয় দিবস১৬ ডিসেম্বরশুক্রবার
যিশুখ্রিস্টের জন্মদিন, শীতকালীন অবকাশ২২-২৮ ডিসেম্বরবৃহঃ-বুধবার
প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ –

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার ২০২৩ ডাউনলোড / Primary school holiday list 2023 pdf download

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ - প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার ২০২৩ - Primary school holiday list 2023 pdf download - Primary school holiday calendar 2023 http://www.dpe.gov.bd
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ – প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page