প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি ও জেডিসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী আশানুরূপ ফলাফল পায়নি, তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করতে পারবে।
আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক (প্রিপেইড) থেকে এসএমএসের মাধ্যমে।
আবেদনের সময়সীমা :
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে ১-১-২০১৮ থেকে ১৫-১-২০১৮ তারিখের মধ্যে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে ৩১ ডিসেম্বর ২০১৭ থেকে ৬ জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে।
আবেদনের নিয়ম :
জেএসসি/জেডিসি পুনঃনিরীক্ষণ আবেদন করার ১ম ধাপ:
মোবাইলের ম্যাসেজ/এসএমএস অপশনে গিয়ে-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড লিখে পাঠিয়ে দিবেন 16222 নম্বরে।
বিষয় কোড একাধিক হলে কমা দিয়ে বিষয়কোডগুলো লিখবেন, উদাহরণ: 101, 107
২য় ধাপ :
মেসেজ পাঠানোর পর ফিরতি মেসেজে শিক্ষার্থীর নাম, পিন নম্বর এবং কতো টাকা কাটা হবে তা জানাবে। ২য় ধাপে ‘কনফার্ম’ মেসেজ পাঠাতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে-
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>যোগাযোগের যেকোনো মোবাইল নম্বর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
এসএমএস-এ অাবেদনের বিস্তারিত নিয়ম ও উদাহরণ দেখতে বিজ্ঞপ্তির নিচের অংশ দেখুন-
…………
প্রাথমিক / ইবতেদায়ি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষাণ আবেদনের নিয়ম :
মোবাইলের ম্যাসেজ/এসএমএস অপশনে গিয়ে-
DPRSC<স্পেস>STUDENT ID<স্পেস>Subject Code লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ : DPRSC 1234567890123456 111