দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ (South Korea lottery 2023) সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি (আবেদনের নিয়ম, খরচ, বেতন, রেজাল্ট, গাইড লাইন ও নোটিশ pdf) প্রকাশ করেছে বোয়েসেল (BOESL)। ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) দক্ষিণ কোরিয়ায় কর্মী রপ্তানীর লক্ষ্যে বিশেষ নোটিশ ও নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব নোটিশ ও বিজ্ঞপ্তিতে আগ্রহী কর্মীদের করণীয়, বাছাই প্রক্রিয়া ও দক্ষিণ কোরিয়ায় জনবল রপ্তানীর প্রক্রিয়া বিস্তারিত উল্লেখ করা হয়ে।
২০২৩ সালে ৬ হাজারেরও বেশি বা প্রায় সাত হাজার বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়া যেতে পারবেন বলে আশা করছে বোয়েসেল। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত শুধু দক্ষিণ কোরিয়া গেছেন পাঁচ হাজার ৮৯১ জন বাংলাদেশি কর্মী।
দক্ষিণ কোরিয়ায় বেতন কত
শুধু কোরিয়ান ভাষা শিখলে নামমাত্র খরচে মাসে দেড় লাখ টাকার বেশি বেতনে চাকরি নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাওয়া যায়।
- দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি হয়। এই চুক্তির ভিত্তিতে ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডি কোরিয়া) কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করছে।
- এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে বাংলাদেশি কর্মী পাঠানো হয়। কয়েক ধাপে প্রার্থী নির্বাচনের পর দক্ষ কর্মীরা সেখানে যাওয়ার সুযোগ পান।
- ইপিএসের আওতায় ‘ই৯’ ভিসায় স্বল্প খরচে উচ্চ বেতনে 3D (dirty, difficult, dangerous) কাজে দক্ষিণ কোরিয়া যেতে চাইলে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইনে নিবন্ধন আবশ্যক।
- ২০২৩ সালে নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে কোরীয় ভাষা পারদর্শীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম (অনলাইন) শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত। দক্ষিণ কোরিয়ায় শিল্পখাতে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি কর্মী সরকারিভাবে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
- গত বছরের শেষ নাগাদ প্রায় পাঁচ হাজার দুইশত বাংলাদেশি কর্মী কোরিয়ায় যান। এরই মধ্যে অন্যান্য বছরের তুলনায় রেকর্ড সৃষ্টি করেছে। এ বছর প্রায় ৭ হাজার ৫০০ জন বাংলাদেশি দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত লি জাং কিউন।
- এছাড়াও অতিরিক্ত আরও ৫০০০ কর্মীসহ কৃষি ভিসায় মৌসুমি শ্রমিক পাঠানোর সুযোগতো থাকছেই। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী নিতে চায় দক্ষিণ কোরিয়া।
- কর্মনিষ্ঠা, সততা ও নিয়মানুবর্তিতার কারণে বাংলাদেশের কর্মীরা এখন দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয়তার শীর্ষে। তাইতো দেশটিতে বাংলাদেশের কর্মীদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। বিগত বছরগুলোতে লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ ছিল আর এখন লটারির পাশাপাশি শুধু কোরিয়ান ভাষা জানা থাকলে নামমাত্র খরচে লটারি ছাড়াই শুধু কোরিয়ান ভাষা পরীক্ষা দিয়ে প্রায় দুই লাখ টাকার বেশি বেতনের চাকরি নিয়ে দক্ষিণ কোরিয়াতে যাওয়া যায়।
- দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী নিয়োগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ সরকার।
ভাষা পারদর্শীদের জন্য বোয়েসেল অনলাইন নিবন্ধন তারিখ
- ব্যক্তি ভিত্তিক পরীক্ষার সময়সূচি: ২৭ মার্চ, ২০২৩
- ইপিএস টপিক নিবন্ধন: ৩ এপ্রিল থেকে ১ জুন ২০২৩
- ইপিএস টপিক ফল প্রকাশ: ১৬ জুন ২০২৩
- পরীক্ষা শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। এছাড়া আগের স্কিলটেস্ট পৃথকভাবে অনুষ্ঠিত হবে। এছাড়া ও সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতিসহ বিষয়টি বহুল প্রচারের আহ্বান জানিয়েছেন, বোয়েসেল কর্তৃপক্ষ।
বাছাই পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
- পাসপোর্টের মেয়াদ হালনাগাদ থাকা সাপেক্ষে;
- বয়সসীমা ১৮ থেকে ৩৯ বছর (অর্থাৎ জন্ম তারিখ ফেব্রুয়ারি ২৩, ১৯৮৩ ফেব্রুয়ারি ২২, ২০০৫ এর মধ্যে হতে হবে);
- E-9 ভিসায় কাজ করার আগ্রহ থাকতে হবে;
- যার কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা নেই;
- কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (নিম্নের ৩নং অনুচ্ছেদ দ্রষ্টব্য);
- মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন;
- যার ফৌজদারি অপরাধে জেল বা অন্যকোনো শাস্তি হয়নি;
- যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি;
- যার ওপর বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই;
- যারা ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি থাকেনি।
বিকাশ অ্যাপে যেভাবে পেমেন্ট করবেন
- বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করুন
- ট্রেনিং ট্যাপ করে BOESL সিলেক্ট করুন
- আপনার সঠিক সাবমিশন আইডি দিন এবং পরবর্তী ধাপে যান
- আপনার পেমেন্ট-এর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান
- আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিন
- পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
- পেমেন্ট দেওয়া সম্পন্ন হলে কনফারমেশন পাবেন
- অ্যাপে দেখে নিতে পারেন পেমেন্টের ডিজিটাল রিসিট
- ছবির সাইজ : ৩০০ রেজুলেশন, wide: 270, hight: 347, KB 14, JPGE
- পাসপোর্ট সাইজ : 600X403 Pixel, 60 KB, JPGE
যারা আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গতবার যারা ২০২০ এবং ২০২২ সালে লটারি পেয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়নি তারাও থ্রিডি সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া সরকারি-বেসরকারি অথবা নিজে নিজে যেকোনো মাধ্যমে ভাষা শিখেছেন তারাও আবেদন করতে পারবেন। লটারি বা ভাষা পারদর্শী পরীক্ষা দিয়ে কেউ অনুত্তীর্ণ হয়ে থাকলে তিনি আবেদন করতে পারবে।
২২ ও ২৩ তারিখে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মোট ২৩ হাজার জন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং শেষ অবধি ২০ হাজার জন থেকে ৬০০০ জন চূড়ান্তভাবে নেওয়া হবে এবং রোস্টার করানো হবে। আবেদন করতে মোট লাগবে ৩৬৫০ টাকা।
বিস্তারিত তথ্য বোয়েসেলের লিঙ্কে গিয়ে হোমপেজে ক্লিক করলে পাবেন নতুবা ফেসবুক পেজে পাওয়া যাবে। যাদের কম্পিউটার নেই কিন্তু নিজে নিজে মোবাইলের মাধ্যমে আবেদন করতে চান তারাও নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। এছাড়াও যেকোনো কম্পিউটারের দোকান থেকে নির্ভুলভাবে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বোয়েসেল আরও উল্লেখ করেছে, কোরীয় ভাষা অপারদর্শীদের জন্য ২০২৩ সালের লটারি সার্কুলার শিগগিরই বোয়েসেলের নিজস্ব ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
দক্ষিণ কোরিয়া সরকার ইপিএসের মাধ্যমে বাংলাদেশসহ নির্বাচিত ১৬টি দেশ থেকে মাঝারি ও স্বল্প-দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্সপ্রবাহ ছিল ১৩৫.৪৬ মিলিয়ন ডলার। দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের রেমিট্যান্স আয়ের ১৫টি প্রধান উৎসর অন্যতম।
দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ : বাছাই পরীক্ষা পদ্ধতি ও পয়েন্ট সিস্টেম
![দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ > আবেদনের নিয়ম, খরচ, বেতন, রেজাল্ট ও নোটিশ pdf [South Korea lottery 2023] দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ > আবেদনের নিয়ম ও নোটিশ pdf [South Korea lottery 2023]](https://edudaily24.files.wordpress.com/2023/02/south-korea-notice-2023-bd-p3.jpg?w=640)
দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ > আবেদনের নিয়ম ও নোটিশ pdf
দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ভাষা পারদর্শী) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ সংক্রান্ত ১ম পর্বের বিজ্ঞপ্তি ২০২৩
South Korea lottery 2023 notice and guideline pdf
- নোটিশ view / click : http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/eaed0b8e_52bf_41ea_8821_bc664ade0b52/2023-02-16-12-06-0afcb63ca737a4201da72dfebc6417e4.pdf
- গাইডলাইন সংক্রান্ত নোটিশ view / click : http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/eaed0b8e_52bf_41ea_8821_bc664ade0b52/2023-02-16-12-07-66be64da2fa326eb04642ea887f04a14.pdf
- পাসপোর্ট ও ছবি স্ক্যান সংক্রান্ত নমুনা view : http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/eaed0b8e_52bf_41ea_8821_bc664ade0b52/2023-02-16-12-10-142aeea58443f35ab563f0817f793da7.pdf
- বিকাশ পেমেন্ট প্রসেস চার্ট view : http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/eaed0b8e_52bf_41ea_8821_bc664ade0b52/2023-02-21-10-17-5c0af5b9414070c4baa6bf7529d7baab.jpg
দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে
- আবেদন করতে মোট লাগবে ৩৬৫০ টাকা। বর্তমানে জামানতসহ সব কিছু মিলিয়ে নতুন কর্মীদের দুই লাখের মতো টাকা খরচ হয়।
দক্ষিণ কোরিয়া যাওয়ার নিয়ম কি?
দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য বোয়েসেলের নির্দেশনা অনুসরণ করে পরীক্ষা ও লটারির মাধ্যমে বাছাই পরীক্ষায় নির্বাচিত হতে হয়।
সর্বশেষ খবর
- রাবির ভর্তি পরীক্ষা [C Unit] ফল প্রকাশ ২০২৩ PDF। Merit & Waiting List
- gstadmission.ac.bd GST C Unit Result 2023 গুচ্ছ গ ইউনিট ফলাফল
- gstadmission.ac.bd GST C Unit Result 2023 ফলাফল দেখুন
- GST [গুচ্ছ ] Admission C Unit Exam Result 2023। চূড়ান্ত আবেদন করতে যা যা লাগবে জেনে নিন।
- রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৩ শিফট-১, ২, ৩, ৪