BNG24 News

পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি ২০২৩ ঘোষণা করেছে সরকার। ২৩ অথবা ২৪ মার্চ ২০২৩ তারিখ থেকে শুরু হচ্ছে চলতি বছরের রমজান। রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এই সময়ের মাঝে ১৫ মিনিট বিরতি থাকবে যোহরের নামাজের জন্য। ১৩ মার্চ ২০২৩ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিস সূচি নির্ধারণ করেছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এসব তথ্য জানান।। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

রমজান মাসের অফিস সময়সূচি ২০২৩ : কোন কোন প্রতিষ্ঠানের জন্য

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ অথবা ২৪ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

By BNG 24

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page