1679926339 658f1a9b6bd386b4cbc0153486ec48c6 61dc23d946158


ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে (৪৫) গ্রেপ্তার করেছে সিআইডি। ছবি: আজকের পত্রিকা কুড়িগ্রামের ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আরমান হোসেন (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার নুর কসাই কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের মৃত বাবু কসাইয়ের ছেলে। ছাত্রলীগকর্মী বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি তিনি। 

সিআইডি জানায়, গত এক মাস আগে বাবলু হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ওই মামলার এজাহারভুক্ত আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের এই বিশেষ শাখা। 

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আরমান হোসেন বলেন, ‘গ্রেপ্তার নুর কসাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো আসামিকেই ছাড় দেওয়া হবে না। পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে সিআইডি।’ 

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ জুন কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে ওই ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলুর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত বাবলু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়াসহ ১৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। তদন্তভার পাওয়ার পর অন্যতম প্রধান আসামি নুর কসাইকে গ্রেপ্তার করল সিআইডি।





Source link

By BNG 24

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page