রাজবাড়ীতে ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও চাকু জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে।
আজ সোমবার দুপুরে ফরিদপুর র্যাব-৮ এর আঞ্চলিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে. এম. শাইখ আকতার।
ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ সদর উপজেলার দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।
লে. কমান্ডার কে. এম. শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় রাজবাড়ী সদর উপজেলার কাউসার হত্যা মামলার প্রধান আসামি ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, বিকেলে মাসুদকে বিদেশি পিস্তল ও অন্যান্য আলামতসহ অস্ত্র মামলায় রাজবাড়ী থানায় পাঠানো হয়েছে।