IMG 20230317 220937


সৌদি রমজানের সময় সূচি 2023 (সকল জায়গা) | সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৩ | সৌদিতে রোজা ২০২৩

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে Educationblog24.com এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক পবিত্র মাহে রমজান উপলক্ষে Educationblog24.com তোমাদের জন্য সকল জায়গার রমজানের ক্যালেন্ডার শেয়ার করে থাকে। সেই ধারাবাহিকতায় প্রবাসী ভাইয়ের জন্য যারা সৌদি আরবের ভিবিন্ন জায়গার রমজানের ক্যালেন্ডার শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে।

রমজান মাস হিজরী ক্যালেন্ডারের নবম মাস। এই মাস হচ্ছে সকল মাসের সেরা মাস। এই মাসেই কুরআন মাজিদ নাজিল হয়েছিল। এই পবিত্র মাসকে তিন মাসে ভাগ করা হয়েছে, রহমত,মাগফিরাত ও নাজাত। রমজান মাসের প্রতিটি দিন মূল্যবান। রমজান মাসের রোজাদারের পুরুস্কার আল্লাহ তায়ালা নিজেই দিবেন। তাই আমাদেরকে এই মাসে বেশি বেশি করে ইবাদতে মশগুল থাকতে হবে একমাত্র আল্লাহ তায়ালে সন্তুষ্ট করার জন্য। 

প্রথম রোজা ২৩ মার্চ ২০২৩
শেষ রমজান ২১ এপ্রিল ২০২৩
       

সৌদি রমজানের সময় সূচি 2023

রোজার নিয়ত আরবি

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়ত বাংলা অর্থ

হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া সহীহ

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

ইফতারের দোয়া বাংলা অর্থ

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

Tag: সৌদি রমজানের সময় সূচি 2023 (সকল জায়গা), সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৩,সৌদিতে রোজা ২০২৩ 

 

   

     

       

     

   

 





Source link

By BNG 24

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page