visa open countires


জীবিকা নির্বাহের জন্য বেড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশ ভ্রমণের পরিকল্পনা করি। আজকের ব্লগে জানাব বর্তমানে বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে তা নিয়ে। আশা করি আপনাদের কাজে লাগবে।

যারা বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ভ্রমণের আগে জেনে নেওয়া কোন কোন দেশের ভিসা চালু আছে। আবার বিভিন্ন দেশে সরকারিভাবেও ভিসার আবেদন করতে পারেন। জানুন- সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায়

বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে

বর্তমানে বাংলাদেশের জন্য সৌদি আরব, ইতালি, ভারত, কানাডা, ভুটান, জর্ডান, সার্বিয়া, উজবেকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা ও রোমানিয়া সহ প্রায় ৫০টি দেশের ভিসা খোলা আছে। এছাড়াও বাংলাদেশ থেকে ৪১টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।

আপনারা অবশ্যই জানতে ইচ্ছুক বাংলাদেশের জন্য বিদেশী কোন কোন দেশের ভিসা খোলা আছে। কোন দেশে ভ্রমণের সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই ওই দেশের জন্য বাংলাদেশ থেকে ভিসা খোলা আছে কিনা এ সম্পর্কে অবগত থাকা উচিত। অন্যথায় ভিসার আবেদন করতে গিয়ে মতামত চেঞ্জ করতে হবে।

আরও পড়ুন- ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে যে সকল দেশে ভ্রমণ করতে পারবেন

বর্তমানে বাংলাদেশ থেকে ৪১টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। যেসব দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন তা দেখুন এই লিংকে বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। এছাড়া ফ্যামেলি বা কোম্পানী ভিসায় যেসব দেশে যেতে পারবেন তার তালিকা নিচে দেয়া হলো।

বাংলাদেশ থেকে আপনারা ভিসা ছাড়াই কোন কোন দেশে ভ্রমণ করতে পারবেন এবং কোন দেশে কাজের ভিসা পাবেন তা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম।

এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য অবশ্যই আমাদের ভিসার প্রয়োজন। কেউ যদি ভিসা ব্যতীত অন্য কোনভাবে নিজ দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন সেক্ষেত্রে এটা অবৈধ হিসেবে গণ্য করা হবে এবং আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ থেকে যে সকল দেশের কাজের ভিসা পাবেন

বাংলাদেশ থেকে যে সকল দেশের ভিসা চালু আছে সেগুলো হলো:

1 সৌদি আরব
2 কানাডা
3 সুইডেন
4 মারিশাস
5 রোমানিয়া
6 বাহরাইন
7 ব্রুনাই
8 কেনিয়া
9 জর্জিয়া
10 বেলারুশ
11 জর্ডান
12 ফিলিপাইন
13 অস্ট্রেলিয়া
14 তাওয়ান
15 মরক্কো
16 বুলগেরিয়া
17 অস্ট্রিয়া
18 কাতার
19 লিবিয়া
20 পোল্যান্ড
21 মালয়েশিয়া (কলিং ভিসা সাময়িক বন্ধ)
22 সিঙ্গাপুর
23 দুবাই
24 আলজেরিয়া
25 মেক্সিকো
26 জার্মানি
27 মালটা
28 হাঙ্গেরি
29 ফিজি
30 ফিনল্যান্ড
31 নিউজিল্যান্ড
32 লিথুনিয়া
33 কোরিয়া
34 কুয়েত
35 ওমান
36 মালদ্বীপ

এই সকল দেশগুলোতে বর্তমানে কাজের জন্য বাঙালিরা ভ্রমণ করতে পারবে। এছাড়াও সম্প্রতি আরো অনেক দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। নতুন কোন আপডেট পেলে অবশ্যই এই ওয়েবসাইটে পোস্ট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- জানুন দুবাই ভিজিট ভিসা খরচ কত

বাংলাদেশী নাগরিকদের জন্য প্রতিষ্ঠিত কিছু দেশ

এখানে প্রতিষ্ঠিত দেশ’ বলতে বুঝানো হয়েছে যেখানে বাংলাদেশের নাগরিকরা খুব বেশি ভ্রমণ করে এবং এই সকল দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কাজের উদ্দেশ্যে ভ্রমণ করে। বর্তমান সময়ে সব থেকে বেশি বাংলাদেশী প্রবাসী আছে এই সকল দেশগুলোতে, সেগুলো হলোঃ

সৌদি আরব,  কাতার, কানাডা, ইতালি, রোমানিয়া, উজবেকিস্তান, সার্বিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, মালয়েশিয়া, দুবাই, ফিনল্যান্ড, মরক্কো, আয়ারল্যান্ড, জার্জিয়া, ফিজি,  আবুধাবি, লিথুনিয়া ও  সুইডেন ইত্যাদি। সাধারণত এই সকল দেশগুলোতে বাংলাদেশী নাগরিকরা বেশি প্রতিষ্ঠিত।

ভিসা করার ক্ষেত্রে সর্তকতা

ভিসা করার পূর্বে অবশ্যই সে দেশের ভিসা আসলেই চালু আছে কিনা, ভিসার শর্ত কি কি, আবেদন ফি কত, এবং আপনার ভিসার ধরণ অনুযায়ী বিভিন্ন তথ্য জেনে নিবেন। আপনি সে ভিসার শর্ত অনুযায়ী যেতে পারবেন কিনা তা জেনে নিবেন।

এরপর অথরাইজড এজেন্টের মাধ্যমে ভিসার আবেদন করবেন। Authorized এজেন্ট ছাড়া অন্য কারো মাধ্যমে আবেদন, পাসপোর্ট দিবেন না বা টাকা পয়সা লেনদেন করবেন না।

ভিসার সম্পূর্ণ টাকা পরিশোধের আগে অবশ্যই অনলাইনে ভিসা চেক করে নিবেন। তা না পারলে অন্তত বিদেশ যাওয়ার আগে হলেও চেক করে নিবেন। এর ফলে সেদেশে গিয়ে আর বিপদে পড়বেন না। বাংলাদেশ ভিসা করার ক্ষেত্রে যেই সকল প্রতারণা গুলো বেশি হয়ে থাকে সেগুলো হলো কাজের ভিসা দেবার কথা বলে অন্য কোন ভিসা ধরিয়ে দেয়।

সাধারণত এই সকল প্রতারণা গুলো অনেক দালালচক্র করে থাকে তাই ভিসা করার আগে অবশ্যই একটু সর্তকতা অবলম্বন করবেন। এছাড়াও অনেক প্রতারক চক্র আছে যারা বিদেশ পাঠানোর কথা বলে টাকা নেয় পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না কেননা তারা টাকা নিয়ে অন্য কোথাও চলে যায়।



Source link

By BNG 24

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page