Allupdateresult.com161

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুযায়ী মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ ২০২৩ থেকে  প্রাথমিক বিদ্যালয়ের (যেখানে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) আপডেট ইতোমধ্যে ‘মুক্তপাঠ’ প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার অনলাইন প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন। আপনি এখান থেকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। বিষয় ভিত্তিক প্রশিক্ষণ নেওয়ার পর আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। যেহেতু অনলাইন এর মাধ্যমে এই কোর্স করতে হবে তাই সার্টিফিকেট অনলাইন থেকে ভিউ করতে হবে।

অনলাইন থেকে সার্টিফিকেট ভিউ করতে ভিজিট করুণ

যেসকল বিদ্যালয়ের ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় সে সকল বিদ্যালয় এর শিক্ষকদেরকে অনলাইনে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার অনলাইন ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই কোর্স টি আপনাকে বাধ্যতামূলক করতে হবে। কারন আপনি যদি এখান থেকে সার্টিফিকেট না পান তা হলে আপনি ঐ বিষয়ের উপর পাঠ ধান করতে পারবেন না।

জাতীয় শিক্ষাক্রম প্রশিক্ষণ 

জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্কুল) বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স

আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। (প্রাথমিক স্কুল) জাতীয় শিক্ষা কাজ্জক্রম হিসেবে অনলাইন পশিক্ষন চলমান আছে। আপনারা যাহারা এই কোর্স করতে আগ্রহী । এখান থেকে সজজেই করে নিতে পারেন এই কোর্স টি।কারন এই কোর্স এর মাধ্যমে মূল উব্ধেশ হচ্ছে-

জাতীয় শিক্ষাক্রম ২০২১  (প্রাথমিক স্কুল) সম্পর্কে সকল শিক্ষকপ্রশিক্ষক এবং কর্মকর্তাদের অবগত করা

জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর কার্যকর বাস্তবায়নের জন্য সকল শিক্ষকপ্রশিক্ষক এবং কর্মকর্তাদের উপযোগী হিসেবে তৈরি করা;

অনলাইন প্রশিক্ষণের আলোকে সকল শিক্ষকপ্রশিক্ষক এবং কর্মকর্তাদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক মুখোমুখি প্রশিক্ষণের জন্য প্রস্তুত করা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই-লার্নিং প্ল্যাটফর্ম (dpe.muktopaath.gov.bd) ও কোর্স সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন। 

মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ ২০২৩ যুক্ত হবেন যেভাবে

যেহেতু আপনাকে বিষয় ভিত্তিক এই সকল কোর্স করা লাগবে তাই অনেকেই জানে না কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে এই সব বিষত নিয়ে আলোচনা করা হয়েছে।

  • কোর্সে যুক্ত হওয়ার জন্য শিক্ষক আইডি (পিন নম্বর) ও জন্মতারিখ দিয়ে ভেরিফাই করতে হবে।
  • কোর্স খুঁজে পেতে muktopaath.gov.bd ভিজিট করুন।
  • মুক্তপাঠের হোমপেজে ফিচার্ড কোর্সসমূহের মধ্যে লক্ষ্য করুন।
  • অথবা সরাসরি জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ: জন্য এখানে ভিজিট করুণ। 

জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা কোর্সের উদ্দেশ্য

জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা ২০২৩ সালে দেশের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন আনতে চলেছে৷ এই অনলাইন প্রশিক্ষণটি সমস্ত অংশগ্রহণকারীদের এই পরিবর্তনগুলি সম্পর্কে সম্পূর্ণ এবং সঠিক বোঝার জন্য ডিজাইন করা হয়েছে এখানের সকল কোর্স গুলো৷ তাই প্রতিটি বিষয়ের গুরুত্ব বিবেচনা করে পাঠ্যক্রমের কাঠামো, পাঠ্যক্রমের ধারণার ব্যাপক প্রসারের জন্য প্রশিক্ষণ ব্যবস্থায় নতুনত্ব আনা হচ্ছে। পাঠ্যক্রমের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রচারণার মাধ্যমে সরাসরি প্রচার, অনলাইন ও অফলাইন প্রচারের পরিকল্পনা করা হয়েছে। আপনি ঘরে বসেই এই প্রশিক্ষণ নিতে পারবেন। আসুন আমরা জেনে নেই এই কোর্সের প্রধান উদ্দেশ্য:

এই কোর্সের উদ্দেশ্য:
1) সমস্ত শিক্ষক, প্রশিক্ষক এবং কর্মকর্তাদের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2021 সম্পর্কে অবহিত করতে হবে।
2) জাতীয় পাঠ্যক্রম সংশোধন সম্পর্কে অবহিত করা হবে
3) জাতীয় পাঠ্যক্রমের দর্শন, দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম সম্পর্কে অবহিত করা

বিষয়ভিত্তিক কোর্সসমূহের লিংক:

  • বাংলা-বিষয়ের অনলাইন কোর্স লিঙ্ক ভিজিট করুণ  https://muktopaath.gov.bd/course-details/982
  • গণিত- https://muktopaath.gov.bd/course-details/974
  • ইংরেজি- https://muktopaath.gov.bd/course-details/977
  • স্বাস্থ্য সুরক্ষা- https://muktopaath.gov.bd/course-details/975
  • ইসলাম শিক্ষা- https://muktopaath.gov.bd/course-details/980
  •  শিল্প ও সংস্কৃতি- https://muktopaath.gov.bd/course-details/973
  •  হিন্দুধর্ম শিক্ষা- https://muktopaath.gov.bd/course-details/972
  • বৌদ্ধধর্ম শিক্ষা- https://muktopaath.gov.bd/course-details/971
  • খ্রীষ্টধর্ম শিক্ষা- https://muktopaath.gov.bd/course-details/968
  • জীবন ও জীবিকা- https://muktopaath.gov.bd/course-details/965
  • ইতিহাস ও সামাজিক বিজ্ঞান- https://muktopaath.gov.bd/course-details/962
  •  বিজ্ঞান- https://muktopaath.gov.bd/course-details/959
  • ডিজিটাল প্রযুক্তি- https://muktopaath.gov.bd/course-details/990

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২৩

বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণের আপডেট। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার পূর্ব পর্যন্ত বিষয়ভিত্তিক কোর্সগুলো মুক্তপাঠ প্ল্যাটফর্মে উন্মুক্ত থাকবে। এই কোর্স শেষ করলে কোর্সের অনলাইন সার্টিফিকেট অনলাইন থেকে ভিউ করা যাবে। ইতোমধ্যে আপনাদের মধ্যে অনেকেই বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। যারা এখনো সম্পন্ন করতে পারেননি তাঁরা অতিদ্রুত নিজের বিষয়ের উপর কোর্সগুলো সম্পন্ন করে নিন।

মুক্ত পাঠ থেকে আপনি আরো অনেক কোর্স ফ্রি কররতে পারেবন। মুক্ত পাঠ থেকে অনলাইন ভিত্তিক কোর্স শিক্ষে নিজেকে গডে তুলুন নতুন ভাবে। নতুন নতুন আপডেট কোর্স সমন্ধে জানতে চাইলে ভিজিট করুণ।

By BNG 24

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page