পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা যে কোনও বিষয়ে নিয়ে হতে পারে কিন্তু সাধারণত পরীক্ষার মধ্যে প্রশ্নগুলি থাকে যা নিম্নরূপ হতে পারে:
পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন উত্তর
১। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল চার বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুন হবে বর্তমানে কত বছর বর্তমান পিতার বয়স কত?
উত্তরঃ পিতার বর্তমান বয়স = ২০*৫/২ +৫ = ৫৫ বছর।
২। এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কেনে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
সুতরাং ১০০ টাকায় লাভ হয় ৫×১০০২×১০ ৫ × ১ ০ ০ ২ × ১ ০ = ২৫%।
৩। দুইটি বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য = (১০৫ – ৯০) টাকা বা ১৫ টাকা। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (৬.৬৬৬×৪৫) টাকা বা ৩০০ টাকা। অতএব, ক্রয়মূল্য ৩০০ টাকা।
৪। X2+X+1=X2+2X+1-X=(X+1)2-(√X)2= (X+1+√X)(X+1-√X)
৫। 5/4x-15=2/3x+1 or, 15x+5=8x-30 or,7x=-35 or, x=-1
এক কথায় প্রকাশ করুন
অরণ্যের অগ্নিকাণ্ড- দাবানল
ধী শক্তির অধিকারী : ধীমান
মৃত্তিকার দ্বারা নির্মিতঃ মৃন্ময়
যে বিষয়ে কোন বিতর্ক নেই
‘যে বিষয়ে কোনো বিতর্ক নেইঃ ‘অবিসংবাদী।
যুদ্ধে স্থির থাকেন যিনি, যুধিষ্ঠির
অর্থ সহ রচনাঃ
অর্থ সহ রচনাঃ হলো যৎসামান্য পুঁজি।এটা ব্যবসার ক্ষেত্রেই বেশি শোনা যায়,”ব্যাঙের আধুলি নিয়ে ব্যবসা হয় না।”
অর্থ সহ রচনাঃ কেতাদুরস্ত বাগধারাটি অর্থ হলো – – পরিপাটি।
অর্থ সহ রচনাঃ কাক ভুষণ্ডি = সম্পূর্ণ ভেজা ভূষণ্ডির কাক = দীর্ঘায়ু/দীর্ঘজীবী/অনেকদিনের অভিজ্ঞ ব্যক্তি কাক নিদ্রা = অগভীর সতর্ক নিদ্রা।
অর্থ সহ রচনাঃ চোখের বালি (অসহ্য) : আয় উপার্জন না থাকলে স্বামীও স্ত্রীর চোখের বালি হয়ে যায়।
৭। নিরর্থক =সার্থক, পূর্বসূরি= উওরসূরি, সংশয়=প্রত্যয়, উৎকৃষ্ট=নিকৃষট,উন্মুখ=বিমুখ
৯. সন্ধি বিচ্ছেদ: উত্থাপন – উৎ + স্থাপন, অহরহ – অহঃ + অহ, অতীত – অতি + ইত,ষোড়শ – ষট + দশ,দ্যুলোক -দিব + লোক
১০। অবরোধবাসিনী-বেগম রোকেয়া, গোরা- রবীন্দ্রনাথ ঠাকুর, সঞ্চিতা- কাজী নজরুল ইসলাম, লালসালু- সৈয়দ ওয়ালিউল্লাহ পায়ের আওয়াজ পাওয়া যায় -সৈয়দ শামসুল হক
ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে?
উত্তরঃ ১৬১০ সালে
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন নাম কি?
উত্তরঃ তমুদ্দিন মজলিশ
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ?
উত্তরঃ ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়, তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়।
বাংলাদেশের মুদ্রানীতি প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান ?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের নাম কি
উত্তরঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট
আর্থ কি বিষয়ক পুরস্কার?
উত্তরঃ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায়
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি?
উত্তরঃ বিজিপি
পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে ?
উত্তরঃ অ্যামাজন(ব্রাজিল)
কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোনটি
উত্তরঃ মনিটর বা CPU
কম্পিউটারের অস্থায়ী মেমোরি নাম কি?
উত্তরঃ র্যামকে (RAM) অস্থায়ী মেমোরি বলা হয়
হিসাবের বৈশিষ্ট্যঃ নিম্নে হিসাবের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য উল্লেখ করা হলাে
উত্তরঃ নির্দিষ্ট শিরােনাম, হিসাব কোড, নির্দিষ্ট ছক বা কাঠামাে, দুটি পক্ষ, তারিখ, দ্বৈত সত্তার প্রতিফল। জেরটানা ও ফলাফল নির্ণয়, রেফারেন্স, হিসাবের সমাপনী জের, সমাপ্তি রেখা
দায় কি দায় কত প্রকার?
দায়ঃ যে দায় গুলো এক বছরের মধ্যে পরিশোধিত হবে সেগুলাই চলতি দায় বা স্বল্প মেয়াদি দায়।
দায় সমূহ যেমনঃ
১। পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল।
২। ব্যাংক জমাতিরিক্ত।
জাবেদা বহি কয়টি কলম থাকে ও কি কি
উত্তরঃ ৫টি
রেওয়ামিল কি?
উত্তরঃ রেওয়ামিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়,ব্যয়,সম্পদ ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয়।