নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকে আমি আপনাদের জানিয়ে দেবো বর্তমান বাংলাদেশের সয়াবিন তেলের দাম কত চলছে প্রতি লিটারে এবং বর্তমান বাজার দর সয়াবিন তেলের কত সেই সম্পর্কিত বিস্তারিত আপনাদের জানানো হবে।
নতুন বছরের বাজেট পেশের পর বিশেষজ্ঞ মহল আশঙ্কা করছিল যে তেলের দাম বাড়তে পারে তাদের সেই আশঙ্কাই সত্যি হলো অবশেষে তেলের দাম এক ধাক্কায় কিছু টাকা বেড়ে গেছে। বন্ধুরা এখানে আমি আপনাদের দেখাবো বর্তমান বাংলাদেশের সোয়াবিন তেল এর মূল্য কত চলছে এবং কিছুদিন আগে সর্লিন তেলের মূল্য কত ছিলো তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করবো পুরো পোস্টটি একদম শেষ পর্যন্ত পড়বেন।
সয়াবিন তেলের দাম.
ভোজ্য তেল | প্রতি লিটার | বর্তমান বাজারদর |
সয়াবিন তেল(লুজ) | ১ লিটার | 160-175 টাকা |
সয়াবিন তেল(বোতল) | ১ লিটার | 185-195 টাকা |
সয়াবিন তেল(বোতল) | ২ লিটার | 370-385 টাকা |
সয়াবিন তেল(বোতল) | ৫ লিটার | 910-945 টাকা |
পামওয়েল(লুজ) | ১ লিটার | 120-130 টাকা |
পামওয়েল(সুপার) | ১ লিটার | 140-145 টাকা |
বন্ধুরা আশাকরি আপনাদের বর্তমান সয়াবিন তেলের দাম কত বাংলাদেশে বিস্তারিত জানাতে পেরেছি বন্ধুরা কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে তাতে আপনার বন্ধু-বান্ধব ও বর্তমান সোয়াবিন তেল এর বাজার দর কত চলছে এবং আগে কত ছিল তা বিস্তারিত জানতে পেরে যাবে।

বন্ধুরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্তমান বাজারদর এবং সোনার মূল্য এবং বিভিন্ন দেশের টাকার রেট বর্তমান বাংলাদেশি টাকায় কত তা সঠিক তথ্য দেয়া হয়ে থাকে। বন্ধুরা আপনারা যদি এই সমস্ত পোষ্টের আপডেট জানতে চান তাহলে আপনারা প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না।
আর বন্ধুরা আপনারা যদি বিভিন্ন দেশের টাকার রেট এবং সোনার মূল্য জানতে চান তাহলে বন্ধুরা আপনাদের সুবিধার্থে নিচে কিছু পোস্টের লিংক দেয়া আছে এবং আপনাদের সুবিধা মত পোস্টটি আপনারা আমাদের ওয়েবসাইটের হোম পেজে গিয়ে দেখতে পারেন।
বন্ধুরা আশাকরি আপনাদের বর্তমান সোয়াবিন তেল এর মূল্য কত তা জানতে পেরেছি আমি সঠিকভাবে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন সোয়াবিন তেলের মূল্য জানতে ভিজিট করতে ভুলবেন না এবং আপনারা যদি প্রতিদিন সোয়াবিন তেল সহ বিভিন্ন দৈনন্দিন জিনিসের মূল্য,সোনার মূল্য এবং টাকার রেট জানতে চান তাহলে নোটিফিকেশন অন করে দেবেন তাতে আপনার কাছে চলে যাবে আমাদের প্রতিটি পোস্টের নোটিফিকেশন সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
প্রতি লিটার সয়াবিন তেল (বোতল) তেলের মূল্য কত?

প্রতি লিটার প্যাকেট সয়াবিন তেলের মূল্য 185-195 টাকা।
5 লিটার সয়াবিন তেলের দাম কত?

5 লিটার বোতলের দাম 910-945 টাকা।
খোলা সয়াবিন তেলের মূল্য কত?

খোলা সয়াবিন তেলের মূল্য 160-175 টাকা।
পাম তেল এর বর্তমান মূল্য কত বাংলাদেশে?

পাম তেলের বর্তমান বাজার মূল্য প্রতি লিটারে 145 টাকা।