চলতি বছরে ফিফা বিশ্বকাপ কাতারে আয়োজিত হয়েছে। কাতারের আবহাওয়া ও তাপমাত্রার কথা মাথায় রেখেই ফিফা কমিটি এই আয়োজন পর্ব ইতিমধ্যেই শেষ করেছে। ইতিহাসে এই প্রথমবার ফিফার কোন বিশ্বকাপ শীতকালে আয়োজিত হতে যাচ্ছে।
এই ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ২১শে নভেম্বর থেকে। যাকে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন বললেও ভুল কিছু বলা হয় না।
চারটি দল নিয়ে এক একটি গ্রুপ করা হয়, আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ টি দল বিশ্বকাপে খেলে। এই আটটি গ্রুপ থেকে দুটি করে দল উত্তীর্ণ হয় নক আউট পর্বে, যেখানে হারলেই বাদ হতে হয় সেই দলকে।
যে পদ্ধতিতে বিশ্বকাপের গ্রুপিং করা হয় তাকে বলা হয় ড্র পদ্ধতি। একপ্রকার বলতে পারেন অনেকটা লটারির মত হয়ে থাকে এই ড্র। যেখানে বিশ্বের নামকরা ফুটবলারা ফিফা আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি পট বা পাত্র থেকে দলের নাম নিজেরাই বের করবেন। সেখানে ইতিমধ্যেই উত্তীর্ণ দলগুলোকে ফিফার ফুটবলের বিশ্ব রেংকিং এর অবস্থানের বিচারে চারটি পটে ভাগ করা হবে, প্রতিটি পটে থাকবে আট টি দল।
কোন পটে কোন দল
১ নম্বর পট – কাতার, আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন।
২ নম্বর পট – যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, উরুগুয়ে এবং মেক্সিকো।
৩ নম্বর পট – সেনেগাল, জাপান, ইরান, সার্বিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড এবং তিউনিশিয়া।
৪ নম্বর পট – এই পটের সবগুলো দল এখনো ঠিক হয়নি। তবে এই পটে নিশ্চিত দলগুলো হলো কানাডা, ক্যামেরুন, ইকুয়েডর, সৌদি আরব ও ঘানা। এছাড়াও পেরু, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরেতের মধ্যে একটি দল, কোস্টারিকা ও নিউজিল্যান্ডের মধ্যে একটি দল এবং ওয়েলস, স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে একটি দল এখানে যোগ হবে বলে জানা গেছে।
আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগালের মত দলগুলো জার্মানি নেদারল্যান্ডসের সাথে একই গ্রুপে না পড়ার কারণে বড় বড় দলগুলো গ্রুপ পর্বেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা যায়। এই ধরনের গ্রুপগুলোকে ‘গ্রুপ অফ ডেথ’ বলা হয়।
সাধারণত বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে উত্তীর্ণ হওয়ার জন্য নিজে নিজে মহাদেশের দলগুলো নিজেদের মধ্যে একটি প্রক্রিয়ার মাধ্যমে বাছাই পর্ব খেলে থাকে, এটা নিয়ন্ত্রণ করে ফিফার অধীনে থাকা আঞ্চলিক সংস্থাগুলো।
ফিফা কর্তৃক নির্ধারিত জোনগুলো হল – এশিয়া, আফ্রিকা, কনকাকাফ দেশগুলো অর্থাৎ মধ্যম আমেরিকা ও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানি।
একটি জোন থেকে একটির বেশি দল এক গ্রুপে সাধারণত পড়ে না, তবে ব্যতিক্রম ইউরোপ, যেখান থেকে ১৩ টি দল খেলে। একারণে কোন কোন গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয়ান দল খেলে।
যদিও এবারের বিশ্বকাপের সময়কাল কমিয়ে আনা হয়েছে, রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর তুলনায় চার দিন কমানো হয়েছে এবারের কাতার বিশ্বকাপ।
১৩ ই নভেম্বর পর্যন্ত ইউরোপের শীর্ষ লিগগুলোর খেলা চলতে থাকবে।
বন্ধুরা আপনারা যদি আজকে বিভিন্ন দেশের টাকার রেট বাংলাদেশি টাকায় কত চলছে তা জানতে চান তাহলে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না।
বন্ধুরা আশা করি আমাদের দেয়া তথ্য আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আমাদের দেয়ার তথ্যটি ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু-বান্ধবের সাথে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য।
কবে থেকে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ?
এই ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ২১শে নভেম্বর থেকে। যাকে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন বললেও ভুল কিছু বলা হয় না।
কতগুলি গ্রুপে কতগুলি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ?
চারটি দল নিয়ে এক একটি গ্রুপ করা হয়, আরটি গ্রুপে ভাগ হয়ে ৩২ টি দল বিশ্বকাপে খেলে। এই আটটি গ্রুপ থেকে দুটি করে দল উত্তীর্ণ হয় নক আউট পর্বে, যেখানে হারালেই বাদ হতে হয় সেই দলকে।
কত তারিখ পর্যন্ত ইউরোপের শীর্ষ লিগগুলির খেলা চলতে থাকবে?
১৩ ই নভেম্বর পর্যন্ত ইউরোপের শীর্ষ লিগগুলোর খেলা চলতে থাকবে।