Screenshot 2022 12 22 225655 1

বিএসসি নার্সিং এ ভর্তি পরীক্ষা ২৬ শে মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হচ্ছে ।এই ভর্তি পরীক্ষার প্রশ্ন কি ধরনের হতে পারে এবং আপনি কেমন প্রস্তুতি নিচ্ছেন তাই এখান থেকে জানতে পারবেন । এখানে প্রশ্ন ব্যাংক সমাধান এবং নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। এখান থেকে আপনি প্রশ্ন সমাধান এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে তা জেনে নিন । প্রশ্নটিই আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নিতে পারেন। নার্সিং নমুনা প্রশ্ন দেখে আপনার একটি ধারণা হয়ে যাবে কি ধরনের প্রশ্ন আসবে ।

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় ২০২২-২০২৩ প্রশ্ন সমাধান দেখুন

বিএসসি ও ডিপ্লোমা নার্সিং পরীক্ষার সময়সূচী আজ ২৬ মে ২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০টা থেকে ১১ঘটিকা পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

Screenshot 2023 05 24 200711

নার্সিং ভর্তি পরীক্ষার MCQ প্রশ্নের সমাধান ডাউনলোড

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় ২০২২-২০২৩ সরকারি বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে কর্মরত যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনারা বিএসসি নার্সিং ভর্তির জন্য এখান থেকে প্রশ্ন নমুনা সংগ্রহ করতে পারেন এখান থেকে সহজেই প্রশ্ন নমুনা দেখে আপনি ধারণা করতে পারবেন। কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতেছে আসুন আমরা নমুনা প্রশ্ন এখান থেকে দেখে নেই পরীক্ষা ২৪ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়ার পর অনেকেই পরীক্ষার প্রশ্নের সমাধান খুঁজতে থাকবেন। আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং প্রশ্নের সঠিক সমাধান দেখতে চান, তারা আমাদের এই নিবন্ধটির সম্পূর্ণভাবে পড়ে নিন ।

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় ২০২২-২০২৩ প্রশ্ন সমাধান ডাউনলোড

এখান থেকে আপনি সহজেই প্রশ্ন সমাধান খুঁজে পাবেন। ব্যাচেলর অব সায়েন্স এ ভর্তি পরীক্ষা .২০২২ এর সঠিক প্রশ্নের সমাধান এখান থেকে আপনি ডাউনলোড করে নিন । এছাড়াও এখানে প্রতিটি প্রশ্নের সঠিক সমাধান দেখতে চাইলে এখানে ভিজিট করুন। আসুন আমরা সঠিক প্রশ্নের সমাধান দেখে নিন।

নার্সিং ভর্তি পরীক্ষা MCQ প্রশ্ন ব্যাংক সমাধান দেখুন

47119194 1934552286851371 6691694720889913344 n 1 47211875 1934552300184703 9037375991315431424 n 1 47386172 1934552316851368 4625251290379714560 n 1 47041036 1934552336851366 7517124191787679744 n 1

 নার্সিং ভর্তি পরীক্ষা MCQ প্রশ্ন ব্যাংক সমাধান

MCQ প্রশ্ন এর অপশন দেখে সহজেই উওর বের করার অব্যর্থ টেকনিক – নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ (Nursing Admission Test ২০২২-২৩)

➡️ বিএসসি ইন নার্সিং
➡️ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
➡️ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি

একই টেকনিক ব্যবহার করে শত শত সমস্যার সমাধান।

 • ১।একটি সংখ্যার অর্ধেক তার এক-ততীয়াংশের চেয়ে ১৭ বেশি,সংখ্যাটি কত?

ক।৫২

খ।৮৪

গ।১০২

ঘ।২০৮

সমাধানঃ গ এর মান যাচাই

১০২ এর অর্ধেক=১০২/২=৫১

১০২ এর এক-ততীয়াংশ=১০২/৩=৩৪

৫১-৩৪=১৭(প্রশ্নের ১৭ এর সাথে মিলে গেছে)

কাজেই গ সঠিক উওর।

 • ২।একটি সাভাবিক সংখ্যার বর্গের ৯ গুনের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার সমান হয়।

ক.৭

খ.৮

গ.৯

ঘ.১০

সমাধানঃ গ এর মান যাচাই

১ম অংশ

৯ এর বর্গ=(৯)২=৮১

সংখ্যাটির বর্গ+সংখ্যাটি=৮১+৯ =৯০

২য় অংশ

পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি=৯+১=১০

পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন=৯*১০=৯০

১ম অংশ ও ২য় অংশ মিলে গেছে।

 • ৩।কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে সংখ্যাটির সমান।(৩১ তম বিসিএস)

ক।৭০

খ।৮০

গ।৯০

ঘ।৭৫

সমাধানঃ ক এর মান যাচাই

৭০ এর ৪০%=(৪০/১০০)*৭০ =২৮

সংখ্যাটির ৪০%+৪২ =২৮+৪২=৭০(সংখ্যাটির সমান)

তাই ক সঠিক উওর।

 • ৪। একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হয়। বালকের সংখ্যা কত?

ক।১০

খ।১০০

গ।২৫

ঘ।৩৫

সমাধানঃ

ক এর মান যাচাই

বালকের সংখ্যা ১০ হলে প্রত্যেকে ১০ টাকা দিবে।

এক্ষেত্রে মোট টাকা=১০*১০ =১০০

 • ৫।মামুন ২৪০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে,যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত।সে কতগুলো কলম কিনেছিলো?

ক।১৩টি

খ।১৪টি

গ।১৫টি

ঘ।১৬টি

গ এর মান যাচাই

১৩টি কলম কলম প্রতিটির দাম=২৪০/১৫=১৬

একটি কলম বেশি পেলে প্রতিটির দাম=২৪০/(১৫+১)=২৪০/১৬=১৫

দামের ব্যবধান=১৬-১৫=১ (প্রশ্নে ১ টাকা কম হত এর সাথে মিলে গেছে)

 • ৬।দুই অংক বিশিস্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি।সংখ্যাটি এর অংকদ্বয়ের সমস্টির ৩ গুন অপেক্ষা ৪ বেশি।সংখ্যাটি কত?

ক।৪৭

খ।৩৬

গ।২৫

ঘ।১৪

সমাধানঃ গ এর মান যাচাই

১ম শর্ত

এককের অংক=৫

দশকের অংক=২

পার্থক্য=৫-২=৩(প্রশ্নের সাথে ঠিক আছে)

২য় শর্ত

অংকদ্বয়ের সমস্টি=২+৫=৭

অংকদ্বয়ের সমস্টির ৩ গুন=৩*৭=২১

সংখ্যাটি অংকদ্বয়ের সমস্টির ৩ গুন অপেক্ষা বেশি=২৫-২১=৪(প্রশ্নের ৪ সাথে মিলে গেছে)

 • ৭।এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়।তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুন।৫ বছর পরে ছেলের বয়স ১২ হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?

ক।৬৫ বছর

খ।২৮ বছর

গ।৩৩ বছর

ঘ।৫৩ বছর

সমাধানঃ গ এর মান যাচাই

বর্তমান ছেলের বয়স=১২-৫=৭

তাহলে স্ত্রীর বয়স=৪*৭=২৮

বর্তমান ঐ ব্যক্তির বয়স স্ত্রীর বয়সের পার্থক্য=৩৩-২৮=৫

অনুশীলনঃ

 • ১।দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফল ১১ গুণ। সংখ্যা দুটি কত?

ক।২০,৫৭

খ।১৯,৫৬

গ।১৮৫,২২২

ঘ।১৭০,২০৭

 • ২।যদি দুটি সংখ্যার গুণফল৯৬এবং সংখ্যা দুটির যোগফল ২২ হয় তবে ছোট সংখ্যাটি কত?

ক।৪

খ।৬

গ।৮

ঘ।কোনটিই নয়

 • ৩।দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটির ৩ গুণ হয়।সংখ্যাটি কত?

ক।১২

খ।১৪

গ।২৪

ঘ।২৮

 • ৪।একটি বই এর মূল্য একটি কলমের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই এবং কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে বইটির মূল্য কত?

ক।২৫

খ।২০

গ।২২

ঘ।১৮

 • ৫।দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার মান ৫৪ যদি অঙ্কদুইটি বিপরীতভাবে লেখা হয়।অঙ্ক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?

ক।৪৮

খ।৮৪

গ।৩৯

ঘ।৯৩

 • ৬।পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ।৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল।পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

ক।৫৬বছর এবং ১৪ বছর

খ।৩২বছর এবং ৭ বছর

গ।৩৬বছর এবং ৯ বছর

ঘ।৪০বছর এবং ১০ বছর

 • ৭।একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রর ওজন ২০ কেজি।পাত্রটির ওজন কত?

ক।৮ কেজি খ।১০ কেজি গ।১২ কেজি ঘ।৬ কেজি

 • ৮।একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা।কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো।বইটির মূল্য কত?

ক।৪৯ টাকা

খ।৪৬ টাকা

গ।৫০ টাকা

ঘ।৪০ টাকা

ঙ।কোনটিই নয়।

উওরমালাঃ১।গ ২।খ ৩।খ ৪।ঘ ৫।গ ৬।গ ৭।ক ৮।খ

 • ২।০.০০৪৯ এর বর্গমূল কত?

ক।০.০০০৭

খ।০.০০৭

গ।০.০৭

ঘ।০.৭

সমাধানঃ গ) দশমিকের বর্গমূল এর ক্ষেত্রে দশমিকের পরের অংশ নিয়ে(শূন্য গুলো বাদে) তার বর্গমূল করি।যেমন-০.০০৪৯ এর ক্ষেত্রে ৪৯ এর বর্গমূল ৭।এখন লক্ষ্য করি ০.০০৪৯ এ দশমিকের পর ৪ অঙ্ক আছে।০.০০৪৯ বর্গমূলে দশমিকের পরে ৪ এর অর্ধেক অর্থাৎ ২ অঙ্ক থাকবে। লক্ষ্য করি গ এর উওর ০.০৭ এ দশমিকের পরে ২ অঙ্ক(০ ও ৭)আছে।

 • ৩।৬৪০০ জন সৈন্যকে বর্গাকারে সাজালে প্রত্যেক সারিতে কতজন থাকবে।

ক।৮১জন

খ।৮১জন

গ।৮২জন

ঘ।৬৪জন

সমাধানঃ খ এর ক্ষেত্রে ৮০ এর বর্গ=৮০*৮০=৬৪০০

 • ৪।৬৪৬৪ জন সৈন্যকে বর্গাকারে সাজালে কতজন অবশিষ্ট থাকবে?

ক।৭৮জন

খ।৫৬জন

গ।৬০জন

ঘ।৬৪জন

সমাধানঃ ঘ) ৬৪৬৪ কে ক্যালকুলেটরে বর্গমূল করি।

৬৪৬৪ এর বর্গমূল=৮০.৩৪২

দশমিকের আগের অংশ ৮০ নেই।

৮০ এর বর্গ =৮০*৮০=৬৪০০।

৬৪৬৪-৬৪০০=৬৪

 • ৫।৬৪৬৪ জন সৈন্যকে বর্গাকারে সাজাতে আরো কতজন সৈন্য লাগবে?

ক।৫৬জন

খ।৭৮জন

গ।৯৭জন

ঘ।৬৪জন

সমাধানঃ ৬৪৬৪ কে ক্যালকুলেটরে বর্গমূল করি।

৬৪৬৪ এর বর্গমূল=৮০.৩৪২

দশমিকের আগের অংশ ৮০ নেই।৮০ এর সাথে ১ যোগ করি=৮০+১=৮১।

৮১ এর বর্গ =৮১*৮১=৬৫৬১

৬৫৬১-৬৪৬৪=৯৭

By BNG 24

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You cannot copy content of this page